TRENDING:

Amit Shah: বড় খবর! শুক্রবার রাতে সৌরভের বাড়িতে নৈশভোজে যেতে পারেন অমিত শাহ

Last Updated:

Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবারই সকালে রাজ্যে এসে পৌঁছে গিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অমিত শাহের রাজ্য সফরে সবচেয়ে বড় চমক আসতে চলেছে শুক্রবার। সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে, তাতে শুক্রবার প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই নৈশভোজ সারতে পারেন তিনি। যদিও এখনও স্পষ্ট করে সে বিষয়ে কিছু বলা হয়নি। খবর পাওয়া গিয়েছে, ইতিমধ্যে বেহালা থানা থেকে এসে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখে গিয়েছে পুলিশ।
ফাইল চিত্র
ফাইল চিত্র
advertisement

আরও পড়ুন: সরকারের বর্ষপূর্তিতে বিরাট ঘোষণা SSC-র, সাত বছর বাদে রাজ্যে শিক্ষক নিয়োগ!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবারই সকালে রাজ্যে এসে পৌঁছে গিয়েছেন। সকালে তিনি দমদম বিমানবন্দরে এসে পৌঁছন। সেখান থেকে তিনি হিঙ্গলগঞ্জে যান। সেখানে বিএসএফের একটি অনুষ্ঠানে অংশ নেন অমিত শাহ। তার পর সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে একটি বৈঠকও করেন বলে খবর পাওয়া গিয়েছে। সেখানে বক্তব্য রাখার পর তাঁর দ্বিতীয় অর্ধের অনুষ্ঠানে উত্তরবঙ্গে পাড়ি দেন তিনি। সেখানে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে অমিত শাহের।

advertisement

আরও পড়ুন: দুই নাবালিকাকে ফুঁসলিয়ে দিঘায় দুই যুবক, তারপরই মারাত্মক ঘটনা! চাউমিনে রহস্য?

বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকে রাজ্য বিজেপির অন্দরে ডামাডোল চলছে। মনে করা হচ্ছে, এই সফরে বিজেপি-র সাংগঠনিক বিষয় নিয়েও কথা বলতে পারেন অমিত শাহ। যদিও সৌরভের বাড়িতে যাওয়ার বিষয়টি ইঙ্গিত আগে থেকে ছিল না। বৃহস্পতিবার বেলার দিকেই খবর আসে, সৌরভের বাড়িতে যেতে পারেন তিনি। আগে অন্য একটি অনুষ্ঠানের কথা থাকলেও পরবর্তীতে সেই সূচি পরিবর্তন করা হয়েছে। সে খানেই সম্ভবত যুক্ত হয়েছে সৌরভের বাড়ি যাওয়ার বিষয়টি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বসে না থেকে মাত্র ৮০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে রোজগার হবে মোটা টাকা! 
আরও দেখুন

Eron Roy Barman

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah: বড় খবর! শুক্রবার রাতে সৌরভের বাড়িতে নৈশভোজে যেতে পারেন অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল