স্বামী বিবেকানন্দর ছবি ও ফুটবল নিয়ে হবে এই প্রতিবাদ কর্মসূচি। ফুটবল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের জেরে যে বিতর্ক দানা বেঁধেছে, তৃণমূলের প্রতিবাদের প্রতীক হিসাবে থাকবে তাই আজ সঙ্গে থাকবে ফুটবলও। তৃণমূলের দাবি, সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করায় যা যা ক্ষতি হয়েছে, অমিত শাহ তাতেই প্রলেপ দিতে কলকাতায় আসছেন।
advertisement
তৃণমূল আরও দাবি করেছে, প্রকাশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে ও বিজেপির সর্বভারতীয় সভাপতিকে ক্ষমা চাইতে হবে। আজ বিকেল তিনটে থেকে বিকেল ৫’টা অবধি হবে এই মিছিল। রাজ্যজুড়ে তৃণমূলের প্রতিবাদ হবে প্রতি ব্লকে। কলকাতার কর্মসূচিতে থাকবেন যুব সভানেত্রী সায়নী ঘোষ। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামীজীর বাড়ি অবধি হবে এই মিছিল। উত্তর কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানানো হবে। থাকবেন দলের যুব, ছাত্র-সহ মূল ও শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব, মন্ত্রী-বিধায়ক- সাংসদরাও।
আরও পড়ুন, খেলা শুরু ঘূর্ণাবর্তের, ডিসেম্বরে শেষে উধাও শীত! বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
আরও পড়ুন, প্রভু যিশুর জন্মস্থানেই বড়দিনে অন্ধকার, যুদ্ধের আতঙ্কে খা খা করছে বেথলেহেম
এর পর প্রায় দিনভর স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা থাকবে। এছাড়া ব্লকে ব্লকে যে কর্মসূচি তৃণমূল নিয়েছে তা-ও স্বামীজির প্রতিকৃতি সামনে রেখেই পালন করবে শাসক দলের যুব সংগঠন। ইতিমধ্যেই অমিত শাহ ও জে পি নাড্ডার সফর নিয়ে এক্স হ্যান্ডলে তৃণমূল দাবি করেছে, “বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বারবার আসার কারণ স্পষ্ট হয়ে গিয়েছে। স্বামী বিবেকানন্দকে অপমান করে সুকান্ত মজুমদার যে ক্ষতি বাংলার করেছেন, তাতেই প্রলেপ দিতে আসছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বরং তাঁর রাজ্য সভাপতির এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান। একইসঙ্গে তিনি প্রকাশ্যে অবস্থান স্পষ্ট করে জানান, তাঁর দল কি বারবার বাংলার মনীষীদের অপমান করতেই চান? মানুষ জবাব চায়, কোনও রাজনৈতিক নাটক দেখতে চায় না।”
গত লোকসভা ভোটের আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এবার লোকসভা ভোটের আগে ফের মণীষীদের অপমান করা হয়েছে এই ইস্যুতে ময়দানে তৃণমূল কংগ্রেস।