লোকসভা ভোটে এ রাজ্য থেকে ২২টি আসনে বিজেপি জয়ের আশা দেখছে ৷ কিন্তু তা কি আদৌ সম্ভব ? দিলীপ ঘোষ হোক ৷ কিংবা মুকুল রায় ৷ তাঁরা কি রাজ্য বিজেপিতে প্রভাব ফেলতে পেরেছেন ? তা নিজেই পরখ করে দেখতে চান তিনি ৷ গত বিধানসভা ভোটে ৩০-৪০টি আসনের লক্ষ্যমাত্রা স্থির করেও মাত্র ৩ টি আসনে জিতেছিল বিজেপি ৷ লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কি সেই বিষয়টিরই পুনারাবৃত্তি হতে চলেছে ? তার প্রতি নজর রাখতে সমস্ত খতিয়ান পরখ করে নিতে কলকাতায় এলেন তিনি ৷
advertisement
ঘটনা হল, ২২টি আসনে শুধু বিজেপি জয়ের স্বপ্নই দেখছে না ৷ একইসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমসহ আরও বেশ কিছু জায়গাতেও বিজেপি জয়ের আশা দেখছে ৷ সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিল্লিতে পাঠিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
আজ সকাল ১১টায় কলকাতায় নামেন অমিত শাহ ৷ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি ৷ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং জি ডি বিড়লা সভাগারে স্মারক বক্তৃতা দেবেন তিনি ৷ বৃহস্পতিবার তারাপীঠে পুজো দিয়ে পুরুলিয়ায় জনসভা করবেন ৷ তবে, সমস্ত ক্ষেত্রেই তৃণমূলকেই যে অমিত নিশানায় রাখবেন ৷ সেই বিষয়ে নিশ্চিত পর্যবেক্ষকেরা ৷