TRENDING:

Amit Shah: রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় অমিত শাহ! বঙ্গ-আবেগ ছুঁতে ঠাসা কর্মসূচি জোড়াসাঁকো থেকে বনগাঁ

Last Updated:

Amit Shah: ঠাসা কর্মসূচিতে আজ অমিত শাহর বঙ্গ সফর। ছুটে বেড়াবেন দিনভর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ঠাসা কর্মসূচিতে আজ অমিত শাহর বঙ্গ সফর। সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে ২৫শে বৈশাখ উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন অমিত শাহ। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি ঠাকুরবাড়ি ঘুরে দেখার পর আকাশপথে পেট্রাপোলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পেট্রাপোল থেকে কলকাতা বিমানবন্দর হয়ে ফের অমিত শাহ ফিরবেন নিউটাউনের হোটেলে। এরপর বিকেলে সাইন্স সিটিতে দুটি অনুষ্ঠানে অংশ নেবেন অমিত শাহ।
ঠাসা কর্মসূচিতে আজ অমিত শাহর বঙ্গ সফর।
ঠাসা কর্মসূচিতে আজ অমিত শাহর বঙ্গ সফর।
advertisement

বিকেলে প্রথমে বিকেল পাঁচটায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি সংগঠনের অনুষ্ঠানে আজ সন্ধ্যায় অংশ নেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। আজ মঙ্গলবারই রাতে দিল্লি ফিরে যাওয়ার কথা অমিত শাহর।

প্রসঙ্গত, গতকাল মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে অমিত শাহর বিশেষ বিমান। বিমানবন্দরেই তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব। পয়লা বৈশাখের পর আজ পঁচিশে বৈশাখেও বঙ্গ সফরে অমিত শাহ।

advertisement

আরও পড়ুন: ‘ঈশ্বর করুন….’ শুনানি শেষ হতেই ভেঙে পড়লেন অনুব্রত! বার বার শুধু এই ‘একটাই’ প্রার্থনা কেষ্টর মুখে

রবীন্দ্রনাথের সঙ্গে বাংলা ও বাঙালির আবেগকেই কী ছুঁতে চাইছেন শাহ? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। বলাবাহুল্য, আজই শাহী সূচীর মাঝেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিউটাউনের হোটেলে বৈঠকের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে বিজেপি সূত্রে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah: রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় অমিত শাহ! বঙ্গ-আবেগ ছুঁতে ঠাসা কর্মসূচি জোড়াসাঁকো থেকে বনগাঁ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল