বিকেলে প্রথমে বিকেল পাঁচটায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি সংগঠনের অনুষ্ঠানে আজ সন্ধ্যায় অংশ নেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। আজ মঙ্গলবারই রাতে দিল্লি ফিরে যাওয়ার কথা অমিত শাহর।
প্রসঙ্গত, গতকাল মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে অমিত শাহর বিশেষ বিমান। বিমানবন্দরেই তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব। পয়লা বৈশাখের পর আজ পঁচিশে বৈশাখেও বঙ্গ সফরে অমিত শাহ।
advertisement
রবীন্দ্রনাথের সঙ্গে বাংলা ও বাঙালির আবেগকেই কী ছুঁতে চাইছেন শাহ? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। বলাবাহুল্য, আজই শাহী সূচীর মাঝেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিউটাউনের হোটেলে বৈঠকের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে বিজেপি সূত্রে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী