বাস-ট্রেনের অভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শহরতলি থেকে কলকাতায় কাজ করতে আসা মানুষজন। তাঁদের দুর্ভোগের কথা মাথায় রেখেই স্থির হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, ব্যারাকপুর, নৈহাটি, বনগাঁ, বারাসত, হাবরা, রাণাঘাট রুটে জোর দেওয়া হবে।
এছাড়াও বৈঠকে স্থির হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে ৭৫০টি। জোর দেওয়া হবে বর্ধমান, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায়। অন্য দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস চালাবে ৫০০টি। কলকাতা-শিলিগুড়ি, শিলিগুড়ি-কোচবিহার, মালদহ-আলিপুরদুয়ার রুটে জোর দেওয়ার সিদ্ধান্ত উঠে এসেছে আজকের বৈঠকে।
advertisement
উল্লেখ্য নতুন পর্বের বিধি-নিষেধ সম্পর্কে জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী সোমবার জানিয়েছেন, এই মুহূর্তে ৫০% যাত্রী নিয়ে পরিষেবা চালু করবে বাস। তবে চালক ও কনডাক্টারদের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে বাধ্যতামূলক ভাবে। একই সঙ্গে রাজ্যে টোটো ও অটো চালু করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও লোকাল ট্রেন এখনই চালু করা হচ্ছে না।