শুভেন্দুর সেই পূর্বাভাস অনুযায়ী, ১২, ১৪ এবং ২১- ডিসেম্বরের এই তিন দিন বড় কিছু ঘটার কথা। সেই ভবিষ্য়দ্বাণী অনুযায়ী, আজ ১২ ডিসেম্বর। বিরোধী দলনেতার পূর্বাভাস অনুযায়ী, আজ শেষ পর্যন্ত সত্য়িই বঙ্গ রাজনীতির মোড় বদলে দেওয়ার মতো কোনও ঘটনা ঘটে কি না, তা নিয়ে সকাল থেকেই রাজ্য় রাজনীতিতে জোর জল্পনা।
শুভেন্দু অধিকারীর এই দাবিকে অবশ্য় কখনওই গুরুত্ব দিতে চায়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। বরং গতকাল শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়ার প্রাক্তন পুরপ্রধান শ্য়ামল আদককে গ্রেফতার করেছে পুলিশ। তা নিয়েই বরং শুভেন্দুর ডিসেম্বর জল্পনাকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা।
advertisement
আরও পড়ুন: তৃণমূল ঘনিষ্ঠদের বাড়ির কাছেই পরীক্ষাকেন্দ্র, টেট মিটতেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
ঘটনাচক্রে আজই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির কাছে হাজরাতে সভা করার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য় বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের।
আরও পড়ুন: মমতা-অভিষেকের সফরের মধ্যেই আইনি যুদ্ধে সাকেত বনাম মেঘালয় সরকার
ডিসেম্বর মাস নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা বাড়িয়েছেন বিরোধী দলনেতা। গত কয়েকমাস ধরেই তিনি হুঁশিয়ারি দিয়ে এসেছেন, ডিসেম্বরে এমন কিছু ঘটবে, যাতে রাজ্য় সরকারের ক্ষমতা ধরে রাখাই কঠিন হবে। এর পরে অবশ্য় সামান্য় সুর বদল করেন শুভেন্দু। জোর করে গণতান্ত্রিক সরকারকে ফেলা বিজেপি-র নীতি নয় জানিয়ে দেন তিনি। তবে নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দলকে চাপে ফেলতে ডিসেম্বর নিয়ে নতুন কৌশল নেন তিনি। আবার শুভেন্দুর পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষও জানিয়ে দিয়েছেন, আগামী বছরের ২ জানুয়ারি বড় কিছু ঘটতে পারে।
রবিবারও নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু জানিয়েছেন, বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বাকি নেতারাও জেলে যাবেন। একই সঙ্গে ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের দিকে নজর রাখার পরামর্শও দেন তিনি। ফলে আজ সত্য়িই তাঁর ভবিষ্য়দ্বাণী মেলে কি না, সেদিকে নজর সবারই।