TRENDING:

বাইকের ওপরেই রাখা ছিল হেলমেট! কানের মধ্যে দিয়ে ঢুকে গেল সেটা...তারপরেই

Last Updated:

কানে তীব্র যন্ত্রণা হাসপাতালের চিকিৎসকরা তাজ্জব কান থেকে বের হল জ্যান্ত তেঁতুল বিছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  জোড়াসাঁকো এলাকার বাসিন্দা মহম্মদ আফতাব। ৪৭ বছর বয়স। পেশায় সেলসম্যান। সকালে বাড়ি থেকে মোটর বাইক করে কাজে যান। বাইকের উপরে রাখা ছিল হেলমেট। হেলমেট মাথায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন কানের মধ্যে কিছু একটা ঢুকে গেল।  কিছুক্ষণের মধ্যেই কানে তীব্র যন্ত্রণা । কানে কি ঢুকেছে বুঝতে না পারলেও এক মুহুর্ত সময় নষ্ট না করে দ্রুত সামনের কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে যান  এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শে ই এন টি ( E N T ) বিভাগের আউটডোরে যান। কানে,মাথায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মহম্মদ আফতাব।
Alive centiped recovered from patient's ear
Alive centiped recovered from patient's ear
advertisement

কলকাতা মেডিক্যাল কলেজের ই এন টি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা আফতাবের জন পরীক্ষা করে তাজ্জব। অটোস্কোপ দিয়ে কান পরীক্ষা করেই তারা বুঝতে পারেন,ভিতরে কোনও  কিছু নড়াচড়া করছে। কোনও জ্যান্ত পোকা কানের ভিতরে আছে বলে অনুমান করেন চিকিৎসকরা।

Alive centiped recovered from patient's ear

advertisement

তবে কোনও ধরণের অস্ত্রোপচার বা অপারেশন নয়,বরং সিরিঞ্জের সাহায্যে স্টেরাইল ওয়াটার দেয়া হয় আফতাবের কানের ভিতরে ধীরে থেকে তীব্র বেগে।

আরও পড়ুন - Dilip Ghosh On CBI: সিবিআই এর ওপর ভরসা রাখছেন দিলীপ ঘোষ, তবুও ভোট পরবর্তী হিংসার সিবিআই তদন্তে তিনি ব্যথিত

আর এরপরই চিকিৎসকদের চোখ ছানাবড়া। জ্যান্ত তেঁতুল বিছে। বেরিয়ে আসে কান থেকে।  কলকাতা মেডিক্যাল কলেজের ই এন টি বিভাগের চিকিৎসক ডক্টর দীপ্তাংশু মুখোপাধ্যায় জানান, "অপারেশনের মাধ্যমে যদি বিছেটি বের করে আনার চেষ্টা করা হত, তবে বিপদ বাড়ত। বিছেটি হয়ত কানের ভেতরে আরও কোনও ক্ষতি করতে পারত। বরং স্টেরাইল ওয়াটার দেওয়ায় বিছেটি কানের ভেতর অক্সিজেনের অভাব বোধ করে, তাতেই বেরিয়ে আসে। তবে ওইভাবে কানের ভিতরে জ্যান্ত তেঁতুল বিছে নিয়ে ওই ব্যক্তি কিভাবে ছিল,ভাবতেই পারছি না।"

advertisement

এখন সুস্থ আছেন মহাম্মদ আফতাব। তার কাছেও অবিশ্বাস্য গোটা ঘটনাটা। কানের ভিতরে জ্যান্ত তেঁতুল বিছে নিয়ে যেভাবে ঘন্টাখানেক তীব্র যন্ত্রণায় ছটফট করেছিলেন তা এখনো তার কাছে দুঃস্বপ্ন।

চিকিৎসকরা জানাচ্ছেন, কানের পর্দায় বিছে কামড়ায়নি। তবে তেঁতুল বিছের নড়াচড়ার দরুন যেটুকু ক্ষতি হয়েছে, তা ওষুধের সাহায্যে সেরে যাবে বলে মনে করছেন মেডিকেল কলেজের চিকিৎসকেরা । আর কান থেকে সাক্ষাৎ তেঁতুল বিছে বের হওয়ার পর চিকিৎসকদের কিভাবে কৃতজ্ঞতা জানাবেন তার ভাষা খুঁজে পাচ্ছেন না মোঃ আফতাব।

advertisement

ABHIJIT CHANDA

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাইকের ওপরেই রাখা ছিল হেলমেট! কানের মধ্যে দিয়ে ঢুকে গেল সেটা...তারপরেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল