আজ ভোরে কড়া নিরাপত্তার বেষ্টনীতে অলীক চক্রবর্তীকে নিয়ে আসা হয় বারুইপুর আদালতে। অলীকের বিরুদ্ধে মোট ৬৭ টি মামলা। ৪১ টি মামলায় অলীক সরাসরি যুক্ত। ২৬ টি মামলায় অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছে অলীকের নাম। অলীকের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইন, খুন, হিংসা ছড়ানোর মতো অভিযোগ রয়েছে।
২০১৭ সালের ৩০ জুলাই আরাবুল ইসলামের ঘনিষ্ঠ আশিকুল রহমান ওরফে বাবুসোনা নামের তৃণমূল কর্মী খুনেও অলীকের নাম রয়েছে। পাশাপাশি, পাওয়ার গ্রিড আন্দোলনে পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ রয়েছে অলীকের বিরুদ্ধে।
advertisement
গতকাল অলীক চক্রবর্তীকে রাখা হয়েছিল বারুইপুর থানায়। বিক্ষোভের আঁচ করে, সকাল সাড়ে ৬'টার মধ্যেই মেডিক্যাল পরীক্ষা করিয়ে কোর্ট লক আপে নিয়ে আসা হয় তাঁকে। প্রচুর পুলিশ মোতায়েন ছিল বারুইপুর আদালতে।
শুনানি পর্বে অলীকের আইনজীবী সুশীল চক্রবর্তী বিচারকের কাছে আবেদন জানান-
কিন্তু, সরকারি আইনজীবীর পালটা জবাব,
শেষমেশ, বিচারক সরাসরি অলীককে প্রশ্ন করেন- তাঁর কী শারীরিক সমস্যা রয়েছে? কী ধরনের চিকিৎসা প্রয়োজন? কী কী ওষুধ খান? এমডি চিকিৎসক থাকলে অসুবিধা হবে কি না? উত্তরে অলীক বলেন, ''লিভার বা প্যানক্রিয়াসের জন্য গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টের থাকার প্রয়োজন।''
শেষমেশ, বিচারপতি তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন, প্রতিদিন একজন এমডি চিকিৎসক অলীককে দেখবেন। তাঁকে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। তাঁর মেডিক্যাল রিপোর্ট প্রতিদিন আদালতে জমা করতে হবে। পুলিশি হেফাজতে থাকাকালীন অলীক চক্রবর্তীকে যেন কোনওরকম নির্যাতন না করা হয়।
আজ বারুইপুর আদালত চত্বরে জমি আন্দোলনে বহু সমর্থক জমা হন। অলীককে বারুইপুর থানায় নিয়ে যাওয়ার সময় বয়ে যায় স্লোগানের ঝড়, তারপর শুরু হয় মিছিল।
থানায় নেমে অলীক বলেন,
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}