রবিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মধ্যমগ্রাম মাইকেল নগর। এদিন বিরাটি থেকে বারাসাতের দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল, সেই সময় মাইকেল নগর স্টপেজে যাত্রী তোলা ও নামানোর সময় পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে। এই ঘটনায় দুই বাস যাত্রী ও লরি চালক আহত হন। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লরিটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: কোন ‘হাইটে’ কতটা ‘ওজন’ পারফেক্ট…? উচ্চতা অনুযায়ী আপনার Weight ঠিক আছে তো? দেখে নিন চার্ট
পুলিশ এবং এলাকারবাসীদের সূত্রে খবর, রাত ৯টা নাগাদ বারাসত-গামী বাস এসে দাঁড়ায় মাইকেল নগর বাসস্ট্যান্ডে। একজন যাত্রী বাস থেকে নামছিলেন এবং ওই মহিলা ওঠার চেষ্টা করছিলেন। তখনই পিছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরিটি বাসের পিছনে এসে ধাক্কা মারে। তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।