TRENDING:

শীতের শুরুতেই শহরে মাত্রা ছাড়া দূষণ, নাকে মুখে চাপা দিয়েও রেহাই নেই

Last Updated:

একে গাড়ির ধোঁয়া, দোসর রাস্তার ধুলো। নাকে মুখে চাপা দিয়েও দূষণ থেকে রেহাই নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শীতের শুরুতেই শহরে দূষণ। ফোর্ট উইলিয়াম চত্বরে মাত্রাতিরিক্ত দূষণ। রবীন্দ্র ভারতী চত্বরেও দূষণ মাত্রাতিরিক্ত। বিধাননগরে বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা বেশি। ভিক্টোরিয়া, বালিগঞ্জ, রবীন্দ্র সরোবরেও দূষণ। কলকাতায় গাড়ির দূষণ নিয়ন্ত্রণ হচ্ছে না। রিপোর্ট জমা পুরসভার বিশেষজ্ঞ কমিটির।
advertisement

একে গাড়ির ধোঁয়া, দোসর রাস্তার ধুলো। নাকে মুখে চাপা দিয়েও দূষণ থেকে রেহাই নেই। ই এম বাইপাসে মেট্রোর কাজ চলছে। যার জেরে বেহাল দশা রাস্তার। খানা-খন্দে ভরা রাস্তায় যাতায়াতে সমস্যা। তার উপর ধুলোর জেরে হাঁসফাঁস দশা। নেহাতই জোড়াতালি দিয়ে রাস্তা সারাই হওয়ায় সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। ভিআইপি বাজার, রুবি মোড়, মুকুন্দপুর, অজয়নগর, পিয়ারলেসের রাস্তায় দুর্ভোগ । গাড়িচালক ও যাত্রীদের চরম হয়রানি।

advertisement

সকাল ১১টার সময় ভিক্টোরিয়ায় বাতাসে ধূলিকণা ছিল ১৭৬ এমজি, রবীন্দ্রভারতী চত্বরে ধূলিকণা ছিল ২২৮ এমজি, যাদবপুরে ছিল ১৮৭ এমজি।

advertisement

সকাল ১১টার সময় ফোর্ট উইলিয়ামে ধূলিকণা ছিল ২১৯ এমজি, বিধাননগরে ছিল ৯৪ এমজি, বালিগঞ্জে ধূলিকণা ছিল ১৮৩ এমজি।

সকাল ১০টায় সময় ভিক্টোরিয়ায় বাতাসে ধূলিকণা ছিল ১৭২ এমজি, রবীন্দ্রভারতী চত্বরে বাতাসে ধূলিকণা ছিল ২২৬ এমজি, যাদবপুরে ছিল ১৮৭ এমজি।

advertisement

সকাল ১০টায় সময় ফোর্ট উইলিয়ামে ছিল ২১৯ এমজি, বিধাননগরে ছিল ৯৪ এমজি, বালিগঞ্জে ছিল ১৮৩ এমজি।

সকাল ৯টার সময় ভিক্টোরিয়ায় বাতাসে ধূলিকণা ছিল ১৬৬ এমজি, রবীন্দ্রভারতীতে ছিল ২২৪ এমজি, যাদবপুরে ছিল ১৮২ এমজি।

advertisement

সকাল ৯টার সময় ফোর্ট উইলিয়ামে ছিল ২১২ এমজি, বিধাননগরে ছিল ৯৫ এমজি আর বালিগঞ্জে ছিল ১৮৩ এমজি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ছোট থেকেই দূষণে ঝাঝরা হচ্ছে ফুসফুস। নতুন প্রবণতা, মাত্রাছাড়া দূষণে অনেক শিশুর ফুসফুস পরিণত হতে পারছে না। রাজ্যের হাসপাতালগুলিতে শ্বাসকষ্ট নিয়ে শিশু ভরতির সংখ্যা ক্রমশই বাড়ছে। বাড়ছে ক্যানসারের আশঙ্কাও। এতেই চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
শীতের শুরুতেই শহরে মাত্রা ছাড়া দূষণ, নাকে মুখে চাপা দিয়েও রেহাই নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল