TRENDING:

রণক্ষেত্র বিধানসভা, ডেপুটি মার্শালের সঙ্গে হাতাহাতি বাম-কং বিধায়কদের, অসুস্থ আবদুল মান্নান

Last Updated:

ডেপুটি মার্শালের সঙ্গে হাতাহাতি, আবদুল মান্নানের অসুস্থ হয়ে পড়া সব মিলিয়ে তুলকালাম বেধে যায় বিধানসভা কক্ষে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পরিস্থিতি অস্থির হতে পারে তার ইঙ্গিত আগে থেকেই ছিল, তবে বিধানসভা রণক্ষেত্রে পরিণত হবে তা কেউই ভাবেনি ৷ সম্পত্তি নষ্টে জরিমানায় নয়া আইনের বিল পেশের আগেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা ৷ সাসপেন্ড বিরোধী দলনেতা ডেপুটি মার্শালের সঙ্গে হাতাহাতি, আবদুল মান্নানের অসুস্থ হয়ে পড়া সব মিলিয়ে তুলকালাম বেধে যায় বিধানসভা কক্ষে ৷
advertisement

বাম সরকারের আমলে তৃণমূলের বিধানসভা ভাঙচুরের ছবি পোস্টার বানিয়ে নিয়ে এদিন কক্ষে আসেন কংগ্রেস বিধায়ক ও বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ অধ্যক্ষ সেই পোস্টার দেখাতে বারণ করা সত্ত্বেও মান্নান তা করায় তাঁকে সাসপেন্ড করেন স্পিকার ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

এরপরই উত্তাল হয়ে উঠে বিধানসভা ৷ কক্ষ থেকে বেরতে অস্বীকার করায় বিরোধী দলনেতাকে মার্শাল ডেকে কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয় অধ্যক্ষ ৷ এতে বাধা দেওয়ায় মার্শাল ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম-কং বিধায়করা ৷ এরই মাঝে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়ে কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রণক্ষেত্র বিধানসভা, ডেপুটি মার্শালের সঙ্গে হাতাহাতি বাম-কং বিধায়কদের, অসুস্থ আবদুল মান্নান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল