TRENDING:

RG Case doctor's protest: ‘বিচারের পথে যারা বাধা, তারা থাকলে কী ভাবে কাজে ফিরব?’ প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের

Last Updated:

RG Kar case Doctors protest: আরজি কর নিয়ে টানা আন্দোলন করছেন চিকিৎসকরা। রবিবার আরজি কাণ্ডের নিয়ে সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী চিকিৎসকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর নিয়ে টানা আন্দোলন করছেন চিকিৎসকরা। রবিবার আরজি কাণ্ডের নিয়ে সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী চিকিৎসকরা।
কী দাবি আন্দোলনকারীদের?
কী দাবি আন্দোলনকারীদের?
advertisement

সিবিআই তদন্ত নিয়ে সাংবাদিক বৈঠকে চিকিৎসকরা বলেন, “তদন্তের কোনও অগ্রগতির কথা আমরা জানতে পারছি না। সিবিআইয়ের কাছে আমরা গিয়েছিলাম। ওনারা বলেছেন ওনারা যেহেতু সুপ্রিম কোর্টকে জানাবেন তাই মিডিয়া এবং ডাক্তারদের কাছে জানাতে অপারগ”।

আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?

শুধু তাই নয়, বিচার চাওয়ার পথে কিছু বাধার কথাও উল্লেখ করেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। পুলিশের ভূমিকা নিয়ে তাদের বক্তব্য, “এই হামলার পর পুলিশের ভূমিকা বেদনাদায়ক। কলকাতা পুলিশ বিচার যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে”।

advertisement

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

সেই সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, কয়েক বছর ধরে আর জি করে ভয়ের রাজনীতি চলেছে। সেই পরিস্থিতি থেকে তাঁরা বেরোতে চান। স্বাস্থ্য ভবন থেকে পরিস্থিতি সামাল দিতে গোপনে বৈঠকের প্রস্তাবও দেওয়া হয়েছিল এমনই দাবি চিকিৎসকদের। সেই দাবি তাঁরা প্রত্যাখ্যান করেছেন বলেও এদিন সাংবাদিক বৈঠকে জানানো হয়, পরিবর্তে সকলের সামনে বসে আলোচনার দাবি তোলেন তাঁরা। এই নিয়ে সোমবার মেডিক্যাল কলেজে বিকেল সাড়ে চারটেয় জমায়েত করে জনগণের সামনে নিজেদের দাবি তুলে ধরবেন আন্দোলনকারী চিকিৎসকরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Case doctor's protest: ‘বিচারের পথে যারা বাধা, তারা থাকলে কী ভাবে কাজে ফিরব?’ প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল