বছর ছেষট্টির দুলাল পাল ও বছর আটান্নর রেখা পাল ওই দু’কামরার ফ্ল্যাটেই ছেলে সৌরভ এবং বউমা কল্যাণীর সঙ্গে থাকতেন৷ একটি ঘরে ছেলে বউ থাকতেন, আরেকটি ঘরে তাঁরা৷ উভয়পক্ষের মধ্যে সম্পর্ক যে ভাল ছিল না, তা প্রতিবেশী তো বটেই দম্পতির মেয়ের বয়ানেও প্রমাণিত হয়েছে৷ দম্পতির মেয়ের দাবি, দাদা বৌদিই বাবা-মা কে খুন করে ঝুলিয়ে দিয়েছে৷
advertisement
তবে পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকে খোঁজ নেই দম্পতির ছেলে বউয়ের, যা নিয়ে সন্দেহ দানা বাঁধছে৷
ছেলে বউয়ের ‘অত্যাচারে’ মর্মান্তিক পরিণতি, না লুকিয়ে রয়েছে অন্য কাহিনি? ফ্ল্যাটেরই একতলার বাসিন্দা জানিয়েছেন, প্রায়ই ছেলে-বউয়ের সঙ্গে অশান্তি হত ওই বৃদ্ধ দম্পতির৷ একসঙ্গে থাকলেও সদ্ভাব ছিল না৷ চিৎকার চেঁচামেচি লেগেই থাকত৷ ঘটনার দিন সকালেও দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া হয়৷
ওই দম্পতির মেয়ে দাবি করছেন, তাঁর দাদা এবং বৌদি তাঁর মা-বাবার উপর অত্যাচার চালাতেন। ওঁরাই তাঁদের খুন করে ঝুলিয়ে দিয়েছে৷