TRENDING:

Jadavpur Body Recovery: যাদবপুরে বন্ধ ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির দেহ, ‘বাবা-মা কে মেরে ঝুলিয়ে দিয়েছে...’, দাদা-বৌদির দিকে আঙুল তুললেন মেয়ে

Last Updated:

বছর ছেষট্টির দুলাল পাল ও বছর আটান্নর রেখা পাল ওই দু’কামরার ফ্ল্যাটেই ছেলে সৌরভ এবং বউমা কল্যাণীর সঙ্গে থাকতেন৷ একটি ঘরে ছেলে বউ থাকতেন, আরেকটি ঘরে তাঁরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঙ্গলবার রাত পৌঁনে ৮টা নাগাদ যাদবপুর থানায় ফোন যায়, মুকুন্দপুর এলাকার একটি ফ্ল্যাটের বৃদ্ধ দম্পতি তাঁদের ফোনের উত্তর দিচ্ছেন না৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে ফ্ল্যাটের কোলাপসিবল গেট বাইরে থেকে বন্ধ৷ তখন স্থানীয়দের উপস্থিতিতে সেই গেট ভাঙে পুলিশ৷ তারপর দরজা ভাঙতেই বীভৎস দৃশ্য! পুলিশ দেখে, ডাইনিং রুমের সিলিং থেকে ঝুলছে বৃদ্ধ দম্পতির দেহ৷ বৃদ্ধের দেহ সাদা কাপড় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে বাঁধা৷ মহিলার দেহ ঝুলছে একটি শাড়ির ফাঁসে৷ দেহ উদ্ধারের পরেই সেগুলি তড়ঘড়ি পাঠানো হয় এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷
News18
News18
advertisement

বছর ছেষট্টির দুলাল পাল ও বছর আটান্নর রেখা পাল ওই দু’কামরার ফ্ল্যাটেই ছেলে সৌরভ এবং বউমা কল্যাণীর সঙ্গে থাকতেন৷ একটি ঘরে ছেলে বউ থাকতেন, আরেকটি ঘরে তাঁরা৷ উভয়পক্ষের মধ্যে সম্পর্ক যে ভাল ছিল না, তা প্রতিবেশী তো বটেই দম্পতির মেয়ের বয়ানেও প্রমাণিত হয়েছে৷ দম্পতির মেয়ের দাবি, দাদা বৌদিই বাবা-মা কে খুন করে ঝুলিয়ে দিয়েছে৷

advertisement

আরও পড়ুন: চারটে গাড়ির পর পর ধাক্কা! সাতসকালে সল্টলেকে ফাইভে ভয়ঙ্কর দৃশ্য়, আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে

তবে পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে৷ তবে ঘটনার পর থেকে খোঁজ নেই দম্পতির ছেলে বউয়ের, যা নিয়ে সন্দেহ দানা বাঁধছে৷

ছেলে বউয়ের ‘অত্যাচারে’ মর্মান্তিক পরিণতি, না লুকিয়ে রয়েছে অন্য কাহিনি? ফ্ল্যাটেরই একতলার বাসিন্দা জানিয়েছেন, প্রায়ই ছেলে-বউয়ের সঙ্গে অশান্তি হত ওই বৃদ্ধ দম্পতির৷ একসঙ্গে থাকলেও সদ্ভাব ছিল না৷ চিৎকার চেঁচামেচি লেগেই থাকত৷ ঘটনার দিন সকালেও দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া হয়৷

advertisement

আরও পড়ুন: আজ থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে, কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওই দম্পতির মেয়ে দাবি করছেন, তাঁর দাদা এবং বৌদি তাঁর মা-বাবার উপর অত্যাচার চালাতেন। ওঁরাই তাঁদের খুন করে ঝুলিয়ে দিয়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur Body Recovery: যাদবপুরে বন্ধ ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতির দেহ, ‘বাবা-মা কে মেরে ঝুলিয়ে দিয়েছে...’, দাদা-বৌদির দিকে আঙুল তুললেন মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল