TRENDING:

প্রথমে ন্যূনতম’ পরে ‘ব্যাপক’, আমফান নিয়ে রাজ্যপালের ট্যুইটে ফের বিতর্ক

Last Updated:

তবে এ ট্যুইটে শুধু রাজ্য ও রাজ্যপালের সংঘাত নয়, ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের রাজ্যপাল জগদীপ ধনখড়ের ট্যুইটে বিতর্ক ৷ তবে এ ট্যুইটে শুধু রাজ্য ও রাজ্যপালের সংঘাত নয়, ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা ৷ সমালোচনার পরে কয়েক ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি বদলে গেল রাজ্যপালের মন্তব্য ৷ বৃহস্পতিবার আমফানের তাণ্ডবলীলার ছবি ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনখড় লেখেন, ন্যূনতম ক্ষতি হয়েছে বাংলার ৷ তাঁর এই মন্তব্যেই দলমত নির্বিশেষে নেটিজেনদের নিশানায় পড়েন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ তার পরের ট্যুইটেই সম্পূর্ণ বিপরীত শব্দ ব্যবহার করে মন্তব্য ধনখড়ের ৷
advertisement

ধনখড়ের ট্যুইটে বিতর্ক নতুন কিছু নয়৷ কিন্তু এদিন আমফান নিয়ে রাজ্যপালের ট্যুইট নিয়ে সমালোচনা ছিল অন্যমাত্রার ৷ সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবের পর প্রায় ২৪ ঘণ্টা কাটতে চলেছে ৷ এখনও বোঝা সম্ভব হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ ৷ গ্রাম থেকে শহর আমফানে বিপুল ক্ষতিগ্রস্থ ৷ আয়লা, বুলবুল, ফণী....ক্ষতি হয়েছে অনেক। কিন্তু আমফান ছাপিয়ে গেছে সেসবকে। বিশেষজ্ঞরা বলছেন, বিধ্বংসী আমফানের সঙ্গে তুলনা টানা যায় শুধু ১৭৩৭ ও ১৮৬৪ সালের ঘূর্ণিঝড়ের। মৃত্যু সংখ্যায় নয়, ঝড়ের দক্ষযজ্ঞে। আমফানে তাণ্ডবে ধূলিসাৎ বহু গুড়িয়ে গিয়েছে দুই পরগণা ৷ তছনছ কলকাতা, পূর্ব মেদিনীপুর ৷ সুপার সাইক্লোন আমফানে মৃত্যু বহু মানুষের ৷ এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৭২ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ সাইক্লোন আমফানের জেরে খোদ কলকাতার বুকে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বহু এলাকা বিদ্যুৎহীন-টেলি যোগাযোগ বিচ্ছিন্ন ৷ উপড়ে গিয়েছে লক্ষাধিক গাছ ৷ আমফানের তাণ্ডবলীলা দেখে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি ৷ কত ক্ষয়ক্ষতি বুঝতে বুঝতেই ৩-৪ দিন লেগে যাবে ৷

advertisement

বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই আর স্পষ্ট বিধ্বংসী সাইক্লোনের ধ্বংসলীলা ৷ এরপরই সামনে আসে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ট্যুইট ৷ যেখানে তিনি বাংলায় লিখেছেন, ‘আমফানের প্রকোপে যে প্রাণহানি ঘটেছে বা সম্পত্তি নষ্ট হয়েছে তার জন্যে আমি মর্মাহত । আমি গত কয়েকদিন ধরে ক্রমাগত বিভিন্ন এজেন্সির সাথে সম্পর্ক রেখে চলেছিলাম। তাদের দায়িত্ববোধ ফলে ন্যুনতম ক্ষতি হয়েছে।’ এই ট্যুইটের পরই বয়ে যায় সমালোচনা ঝড় ৷ শুধু রাজনৈতিক দলগুলির থেকেও বেশি ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ ৷ এর কিছুক্ষণের মধ্যেই নতুন করে ট্যুইট করেন রাজ্যপাল লেখেন, ‘সুপার সাইক্লোন আমফান ব্যাপক ও অভূতপূর্ব ক্ষতি করেছে। অবর্ণনীয় কষ্টের মধ্যে আছেন মানুষজন। NGOগুলি সমেত সকলকে অনুরোধ করছি রিলিফের কাজে ঝাঁপিয়ে পড়তে। আমি @MamataOfficialএর পক্ষ থেকে রিপোর্টের জন্য অপেক্ষা করছি যাতে @PMOIndia সত্ত্বর যথাযোগ্য পদক্ষেপ করতে পারেন।’

advertisement

অনেকে একে বাংলা ভাষা বোঝার সমস্যা বলেও ব্যাখা করেছেন ৷ যে কারণে দুটো বিপরীত শব্দের ব্যবহারে দুটো ট্যুইটে আকাশপাতাল তফাৎ ৷ তবে এই প্রথম নয়, ট্যুইট করে ‘বাংলা’কে আহত আগেও করেছেন ৷ এর আগে বঙ্গভঙ্গকে বাংলার গৌরবময় দিন বলে অভিহিত করে ট্যুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রথমে ন্যূনতম’ পরে ‘ব্যাপক’, আমফান নিয়ে রাজ্যপালের ট্যুইটে ফের বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল