TRENDING:

১১ বছর ধরে নিখোঁজ, কোমা থেকে সুস্থ গুজরাটের মেয়ে, বাড়ি ফেরাল বাংলার হাসপাতাল

Last Updated:

১১ বছর আগে হারিয়ে যাওয়া গুজরাটের মেয়েকে সুস্থ্য করে বাড়ি ফেরাল বাংলার হাসপাতাল। শহরের পাভলভ মানসিক হাসপাতালে দীর্ঘদিন যাবৎ মানসিক কোমায় থাকার পর, হাসপাতাল এবং চিকিৎসকদের সুচিকিৎসায় সাড়া দেন গুজরাটের হারিয়ে যাওয়া তনয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১১ বছর আগে হারিয়ে যাওয়া গুজরাটের মেয়েকে সুস্থ্য করে বাড়ি ফেরাল বাংলার হাসপাতাল। শহরের পাভলভ মানসিক হাসপাতালে দীর্ঘদিন যাবৎ মানসিক কোমায় থাকার পর, হাসপাতাল এবং চিকিৎসকদের সুচিকিৎসায় সাড়া দেন গুজরাটের হারিয়ে যাওয়া তনয়া। ফিরে পান জীবনের পুরনো সমস্ত স্মৃতি। পাভলভ মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ, শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থা এবং গুজরাট পুলিশের হাত ধরে অবশেষে ১১ বছর পর কলকাতা থেকে গুজরাটের গোধরায় নিজের বাড়ি ফিরলেন গীতা। গুজরাটের বাসিন্দা গীতার পরিবার ধন্যবাদ জানালেন বাংলার হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের।
 কোমা থেকে সুস্থ  গুজরাটের মেয়ে
কোমা থেকে সুস্থ গুজরাটের মেয়ে
advertisement

২০১৩ সালে গোড়ার দিকে গুজরাটের গোধরাতে নিজের শ্বশুর বাড়ি থেকে বাজার যাওয়ার পর আর বাড়ি ফেরেননি গীতা প্যাটেল ! তখন তাঁর বয়স ছিল ৩১ বছর। পরিবারে ছিলেন ৩ সন্তান এবং তাঁর স্বামী। এরপর খোঁজ শুরু করেন তাঁর পরিবারের সদস্যরা। মিসিং ডাইরি করা হয় পুলিশে। নিকট সমস্ত আত্মীয় থেকে আরম্ভ করে হাসপাতাল, সম্ভাব্য সমস্ত জায়গায় দীর্ঘ সময় ধরে খুঁজেও মেলেনি গীতার কোনও সন্ধান। বাড়ি ফিরে আসার ক্ষীণ হয়ে এলেও হাল ছাড়েনি গীতার পরিবার। বাস স্ট্যান্ড থেকে শুরু করে জনবহুল সব জায়গায় গীতার ছবি দিয়ে পোস্টার করে ছড়িয়ে দিন পরিবার। সেটা নজরে পরে গুজরাট পুলিশেরও।

advertisement

আরও পড়ুন-    মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-   মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

গীতার বক্তব্য, কোনও কারণে সব ভুলে একদম অচেনা শহর কলকাতায় চলে আসেন আসেন তিনি! তারপর আর তেমন কিছুই মনে ছিল না তাঁর!কলকাতা পুলিশের সহায়তায় পাভলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গীতাকে। এরপর ১১ বছরের টানা চিকিৎসায় সুস্থ্য হয়ে গত বছরের একদম শেষের দিক থেকে নিজের বাড়ির ঠিকানা বলতে পারেন গীতা। এরপর অবশেষে ১০ ফেব্রুয়ারি বাংলার মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ এবং এক স্বেচ্ছাসেবী সংস্থা যোগাযোগ করে গুজরাট পুলিশের সঙ্গে।

advertisement

পুলিশ খবর দেয় হারিয়ে যাওয়া গীতার পরিবারকে। তারপরই তড়িঘড়ি প্রস্তুতি নিয়ে ১৬ তারিখ পরিবার পৌঁছয় শহরে। ১৭ তারিখ হাসপাতালে পৌঁছে হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে উচ্ছসিত পরিবার। ভিডিও কলের মাধ্যমে নিজের সন্তানদের সঙ্গে কথা বলে চোখে জল চিক চিক করে ওঠে বর্তমানে ৪২ বছরের গীতার। পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখন মানসিক এবং শারীরিক ভাবে একদম সুস্থ গীতা। পরিবারের হাতে ১১ বছর আগে হারিয়ে যাওয়া গীতাকে তুলে দিতে পেরে খুশি চিকিৎসকরাও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
১১ বছর ধরে নিখোঁজ, কোমা থেকে সুস্থ গুজরাটের মেয়ে, বাড়ি ফেরাল বাংলার হাসপাতাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল