প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে বেরোনো আটকাতে কার্যত নাজেহাল অবস্থা রাজ্য প্রশাসনের। গত বছরের পরে এবছরেও মাধ্যমিকের প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন সময় হোয়াটসঅ্যাপে বেরিয়ে যায়। যার জেরে রাজ্যের ৪৩টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবুও পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে বেরোনোর ঘটনা ঘটেই চলেছে। আর তার জেরেই বাড়তি সতর্ক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত মাধ্যমিক পরীক্ষায় মোবাইল সমেত ধরা পরীক্ষার্থীদের ইতিমধ্যেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার থেকে আরো এক ধাপ এগিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মোবাইল ফোন নিয়ে ধরা পড়া পরীক্ষার্থীদের আজীবন রেজিস্ট্রেশন বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে। এ প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন "নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের প্রবেশপথেই জানিয়ে দিতে হবে মোবাইল নিয়ে ধরা পড়লে কি শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে পরীক্ষার্থীদের কোনভাবেই দেহ তল্লাশি করা যাবে না।"
advertisement
উল্লেখযোগ্যভাবে এবার এই প্রথম মোবাইল ধরার জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের ঘর গুলিতে একজন করে শিক্ষক মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্য নজরদারিতে নিয়োগ করা হচ্ছে। এ প্রসঙ্গে সংসদ সভাপতি বলেন "এই নির্দেশিকাগুলি পাশাপাশি আরো কিছু পদ্ধতি ভাবা হচ্ছে। সেগুলি নিয়ে আমাদের আলোচনা চলছে।"এ বছরের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ১২ ই মার্চ থেকে।শেষ হবে ২৭শে মার্চ।
SOMRAJ BANDOPADHYAY