TRENDING:

West Bengal police: জমিদখল-সহ খুন, চুরির অভিযোগ নিয়ে কোনও রকম আপস নয়, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া নির্দেশ সিপি-এসপিদের

Last Updated:

West Bengal police: বৃহস্পতিবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তারই প্রতিফলন দেখা গেল শুক্রবার রাজ্য পুলিশের বৈঠকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৃহস্পতিবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তারই প্রতিফলন দেখা গেল শুক্রবার রাজ্য পুলিশের বৈঠকে। এ দিন প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ভবানী ভবনে পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক হয়।
মনোজ ভার্মা।
মনোজ ভার্মা।
advertisement

রাজ্য পুলিশের বৈঠকে উপস্থিত ছিলেন না রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। বদলে বৈঠক পরিচালনা করেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা। এ দিন বৈঠকে জমিদখলের অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মনোজ বর্মা। তিনি বলেন, জমিদখল নিয়ে কোনরকম খামখেয়ালিপনা চলবে না, অনেক জায়গায়তেই অভিযোগ হচ্ছে কিন্তু পুলিশ বসে থাকছে কেন? স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশকে কাজ করতে হবে জবরদখল আটকাতে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন।

advertisement

দক্ষিণবঙ্গ: দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই

শুধু জমিদখলই নয়, আইনশৃঙ্খলা নিয়ে কোনও রকম আপস যাতে না করা হয় তাই নিয়েও পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সতর্ক থাকতে বলেন তিনি। রাজ্যে কোথাও চুরি বা খুনের ঘটনা ঘটলে অভিযোগ পাওয়ার পরেই সিপি, এসপিদের নির্দেশ দেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা। ভোটের পরে কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে, খুনের অভিযোগও সামনে এসেছে, সেই সব ক্ষেত্রে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তার নির্দেশ দেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সেই সঙ্গে ভবানী ভবনের বৈঠকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তা হল ভিআইপি এবং ভিভিআইপিদের নিরাপত্তা। পুলিশের সিপি এবং এসপিদের নিরাপত্তার বিষয় নিয়ে আরও সজাগ থাকার নির্দেশ দেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে। খুব শীঘ্রই জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তাই বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal police: জমিদখল-সহ খুন, চুরির অভিযোগ নিয়ে কোনও রকম আপস নয়, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া নির্দেশ সিপি-এসপিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল