এদিকে রাজ্য জুড়ে ক্রমেই বাড়ছে অ্যাডিনোভাইরাস ত্রাস। জ্বর এবং শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গ নিয়ে রাজ্যে একের পর এক শিশুর মৃত্যু এ বার গভীর চিন্তার কারণ হয়ে উঠছে প্রশাসনের। অভিভাবকদের পাশাপাশি, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও। মঙ্গলবার গভীর রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে বি সি রায় শিশু হাসপাতালে তিন জন, কলকাতা মেডিক্যালে তিন জন এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এক শিশুর মৃত্যু হয়।
advertisement
কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় ক্রমশ ভয় ধরাচ্ছে অ্যাডিনো ভাইরাস। জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ-সহ নান উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে দু’জন শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েই তাদের মৃত্যু হয়েছে। যদিও এ ব্যাপারে নিশ্চিত নন কর্তৃপক্ষ।
অ্যাডিনোভাইরাস অশনি সঙ্কেত বাড়তেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নির্দেশিকা জারি করে ইতিমধ্যেই সতর্ক করেছে মালদহ মেডিক্যাল। এই জেলাতেও দিন দিন বাড়ছে উপসর্গ নিয়ে অসুস্থ শিশুর ভর্তির সংখ্যা। অ্যাডিনোভাইরাস নিয়ে সতর্কতা জারি মালদহ মেডিকেল কলেজেও। শিশু চিকিৎসার সঙ্গে যুক্তদের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা। সর্বক্ষণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে শিশু বিভাগে। প্রতিদিন শিশু ভর্তির বিস্তারিত রিপোর্ট তৈরি করে পাঠানো হচ্ছে স্বাস্থ্য দফতরে।