TRENDING:

Actress Pallavi Dey Death| Boyfriend Arrest: গ্রেফতার পল্লবী দে-র প্রেমিক সাগ্নিক চক্রবর্তী 

Last Updated:

Pallavi Dey Suicide: কী কী অভিযোগ রয়েছে মৃত অভিনেত্রীর প্রেমিকার বিরুদ্ধে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টেলি অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার তাঁর লিভ ইন পার্টনার। ধৃতের নাম সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty)। বুধবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। তাঁর বিরুদ্ধে ৩০২, ১২০বি, ৪২০, ৪০৩, ৪০৬, ৩৪১ এবং ৩২৩ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ৷ অর্থাৎ খুন , ষড়যন্ত্র, প্রতারণা, জিনিস চুরি, বিশ্বাস ভঙ্গ, আটকে রাখা ও মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাগ্নিককে৷
advertisement

আরও পড়ুন Actress Pallavi Dey death: পল্লবীর মৃত্যুতে মন খারাপ টেলি তারকাদের, কে কী বলছেন, পড়ুন ...

পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড়ে সাগ্নিককে নিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় যায়। পল্লবীর ফিক্সড ডিপোজিটে নমিনি ছিলেন সাগ্নিক। এছাড়াও নিউটাউনে আশি লক্ষ টাকার ফ্ল্যাটে বুকিং করা হয়েছিল, যেটা সাগ্নিক ও তাঁর বাবার নামে রয়েছে। সেখানে পল্লবী টাকা দিয়ে ছিলেন ওই ফ্ল্যাট কেনার জন্য। ২৫ লক্ষ  টাকা সাগ্নিকের বাবা দিলেও বাকি প্রায় ৫০লক্ষ টাকা দিয়েছিলন পল্লবী, দাবি মৃতের পরিবারের । পল্লবীর  অ্যাকাউন্টের নমিনি ছিলেন সাগ্নিক। সেখানেই গরমিলের অভিযোগ । ফলে আর্থিক লেনদেন প্রতারণা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

advertisement

পুলিশ সূত্রে খবর, সাগ্নিক ঘটনার সময় ফ্ল্যাটের ব্যালকনিতে সিগারেট খেতে গিয়েছিলেন। তখন পল্লবী বেড রুমের দরজা ভিতর থেকে লক করে দেন। অনেক ডাকা ডাকি করেও তাঁর সাড়া মেলেনি। পুলিশ সূত্রে খবর,দরজা ভেঙ্গে সাগ্নিক উদ্ধার করে পল্লবী দেহ, কেয়ার টেকারের সাহায্যে। কেন তিনি পুলিশকে খবর দিলেন না? কেন তিনি দরজা বন্ধ দেখে কেন তখনই গেলেন না?  মৃতের পরিবারের অভিযোগ খুন করা হয়েছে পল্লবীকে। সেই জায়গা থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে গরফা পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এছাড়া মৃতের পরিবারের অভিযোগ, সাগ্নিকের আগে একটি রেজিস্ট্রি কথা গোপন করে যায় পল্লবীর কাছে। ছয় মাস আগে জানতে পারেন পল্লবী, দাবি মৃতের পরিবারের। সম্প্রতি পল্লবীর বান্ধবী সঙ্গেও সাগ্নিকের সম্পর্ক হয়েছিল বলে অভিযোগ৷ এই নিয়ে তাঁদের মধ্যে অশান্তি হত বলে দাবি মৃতের পরিবারের। সাগ্নিককে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মেলায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Actress Pallavi Dey Death| Boyfriend Arrest: গ্রেফতার পল্লবী দে-র প্রেমিক সাগ্নিক চক্রবর্তী 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল