অগ্নিমিত্রার ভাষায়, '' সৌন্দর্য্য। এই শব্দটার সঙ্গে বাহ্যিক সৌন্দর্য্যকে গুলিয়ে ফেলি আমরা। সেই কারণেই ক্যামেরার সামনে বা লাইমলাইটে তাঁদেরকেই রাখা হয় যাঁরা দেখতে প্রেজেন্টেবল। পর্দার হিরোদের সেলিব্রেট করার প্রবণতাই গ্ল্যাম দুনিয়ায় বেশি।''
তবে এই মিথ এবার ভাঙতে চান ফ্যাশন ডিজাউইনার অগ্নিমিত্রা পাল। সেই কারণেই তাঁর ফ্যাশন শোয়ে শো-স্টপাররা সকলেই রিয়েল লাইফ হিরো। বা 'শিরো'। অনুষ্ঠানে হাজির ছিলেন মিমি চক্রবর্তী, অলোকানন্দা রায় এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। অগ্নিমিত্রার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। বাইরের সৌন্দর্য্য নয়। ভিতরের মানুষটা কেমন? সেটাই হয়ে উঠুক প্রকৃত সৌন্দর্য্যের মাপকাঠি। মত তাঁদেরও।
advertisement
ক্যামেরায় শ্যামল দাসের সঙ্গে শ্রীপর্ণা দাশগুপ্ত। নিউজ এইটিন বাংলা
আরও পড়ুন-''আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল!'' বিস্ফোরক মহেশ ভাট