TRENDING:

আসছে নয়া আইন, রাজ্য সরকারের চাকরিতে যোগ দেওয়ার আগে পেশ করতে হবে সম্পত্তির খতিয়ান

Last Updated:

চাকরিতে যোগ দেওয়ার আগেই এবার সম্পত্তির খতিয়ান দিতে হবে অধ্যাপক, অধ্যাপিকাদের। বাদ যাবেন না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার-সহ অন্য আধিকারিকরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চাকরিতে যোগ দেওয়ার আগেই এবার সম্পত্তির খতিয়ান দিতে হবে অধ্যাপক, অধ্যাপিকাদের। বাদ যাবেন না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার-সহ অন্য আধিকারিকরাও। শুধু চাকরিতে যোগ দেওয়ার সময়েই নয়, প্রতি বছরই নতুন করে দিতে হবে সম্পত্তির খতিয়ান । উচ্চশিক্ষা সংক্রান্ত খসড়া বিলে এমনই প্রস্তাব আনা হয়েছে। ইতিমধ্যেই তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে। অনুমোদন পেলে তা পেশ হতে পারে বিধানসভার চলতি অধিবেশনেই। বিষয়টি নিয়ে অধ্যাপক মহলে বিতর্ক তৈরির আশঙ্কা করছে শিক্ষা জগতেরই একাংশ।
advertisement

নজরে প্রশাসনিক শৃঙ্খলা। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে সেই শৃঙ্খলায় বাধতে শিক্ষা আইনে একাধিক পরিবর্তন আনছে রাজ্য সরকার। দফতরের নয়া বিলে আনা হয়েছে একাধিক নতুন প্রস্তাব। গত বুধবারই ইটিভি নিউজ বাংলায় এই খবর সম্প্রচারিত হয়। প্রস্তাবিত এই বিলের কিছু বিষয় নিয়ে বিতর্ক তৈরির সম্ভাবনা আছে । যার মধ্যে অন্যতম, অধ্যাপক, উপাচার্যদের সম্পত্তির খতিয়ান পেশ। ছাত্র সংসদ নির্বাচন থেকে হাজিরা, সবক্ষেত্রেই এক নিয়ম আনতে তৎপর রাজ্য ৷

advertisement

উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের ব্যাখ্যা, প্রাইভেট টিউশন বন্ধ করতেই সম্পত্তির খতিয়ান পেশের এই ভাবনা। দেশের কয়েকটি নামী শিক্ষা প্রতিষ্ঠানে সম্পত্তির খতিয়ানের বিষয়টি আইনে আছে। তারই ধাঁচে বিষয়টি নথিভুক্ত করতে চাইছে রাজ্য।

সম্পত্তির খতিয়ান পেশ

-----চাকরিতে যোগ দেওয়ার আগে কার কত সম্পত্তি আছে তার খতিয়ান পেশ করতে হবে উচ্চশিক্ষা দফতরে

advertisement

-----কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উপাচার্য, রেজিস্ট্রার-সহ অন্য আধিকারিকদের সম্পত্তির খতিয়ান জমা দিতে হবে

-----প্রতি বছর নতুন করে সম্পত্তির খতিয়ান পেশ করতে হবে

-----চাকরিরতদেরও নিজেদের সম্পত্তির খতিয়ান দিতে হবে

-----তবে এই ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা জমা দিতে হবে

advertisement

অধ্যাপক ও অশিক্ষক কর্মচারিদের হাজিরার বিষয়টিও উচ্চশিক্ষা দফতরের নজরে। প্রস্তাবিত বিলে অনলাইন অ্যাটেনডেন্স আনার কথা বলা হয়েছে ৷ বায়োমেট্রিক পদ্ধতিতে পাঞ্চ করা মাত্রই সরাসরি তা নথিবদ্ধ হয়ে যাবে উচ্চশিক্ষা দফতরে ৷ এর আওতায় আসবেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ৷

ছাত্র সংসদ নির্বাচন থেকে পেনশন, সবক্ষেত্রে এক নিয়ম আনতে তৎপর শিক্ষা দফতর। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে,

advertisement

রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এক নিয়মে হবে ৷ প্রস্তাবিত খসড়ায় লিংডো কমিশনের বেশ কয়েকটি সুপারিশ উল্লেখ করা হয়েছে ৷ তার মধ্যে ৭৫ শতাংশ হাজিরা না থাকলে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না ৷ নির্বাচনে প্রার্থীও হওয়া যাবে না ৷ পরীক্ষার ফল ভাল হলে তবেই নির্বাচনে প্রার্থী হওয়া যাবে ৷ অধ্যাপকদের পেনশনও এবার সরাসরি উচ্চশিক্ষা দফতরের আওতায় আনা হচ্ছে ৷ বর্তমানে অধিকাংশ কলেজের পেনশন ব্যবস্থা কলেজগুলির অধীনেই নিয়ন্ত্রিত ৷ এবার তা কেন্দ্রীয়ভাবে উচ্চশিক্ষা দফতরের অধীনে আনা হচ্ছে ৷

প্রস্তাবিত বিলের খসড়া অনুমোদনের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে । খসড়া বিলের যাবতীয় বিষয়ে খুঁটিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। তিনি কোনও সংশোধন করেন কিনা এখন সেদিকেই তাকিয়ে শিক্ষা জগৎ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি অধিবেশনেই বিধানসভায় পেশ করা হবে বিলটি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রিপোর্ট- সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
আসছে নয়া আইন, রাজ্য সরকারের চাকরিতে যোগ দেওয়ার আগে পেশ করতে হবে সম্পত্তির খতিয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল