TRENDING:

Accident: এগরা-কাঁথি রাজ্য সড়কে ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের, গুরুতর আহত এক শিশু

Last Updated:

Accident: এগরা কাঁথি রাজ্য সড়কের কাঁথির রেল গেট সংলগ্ন এলাকায় কচুরি পাম্পের কাছে ভোররাতে ঘটে গেল মর্মান্ত্রিক সড়ক দুর্ঘটনা। ভোররাত ১টা ১৭ মিনিট ঘটনাটি ঘটে। ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ৬ বছরের একটি শিশু এবং একজন মহিলা-সহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: এগরা কাঁথি রাজ্য সড়কের কাঁথির রেল গেট সংলগ্ন এলাকায় কচুরি পাম্পের কাছে ভোররাতে ঘটে গেল মর্মান্ত্রিক সড়ক দুর্ঘটনা। ভোররাত ১টা ১৭ মিনিট ঘটনাটি ঘটে। ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ৬ বছরের একটি শিশু এবং একজন মহিলা-সহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।
রাজ্য সড়কে দুর্ঘটনা
রাজ্য সড়কে দুর্ঘটনা
advertisement

সপ্তাহ খানেক আগেই আগেই বেলদা-কাঁথি রাজ্য সড়কে পৃথক দুটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন ৬ জন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কাঁথি রাজ্য সড়কের দাঁতন দু’নম্বর ব্লকের সাউরি কোটবাড় এলাকায় একই দিকে যাওয়া দুটি মোটরবাইক দুর্ঘটনার কবলে পড়ে। আহত হন দুজন মোটরবাইক আরোহী।

advertisement

আরও পড়ুন: আচমকা ‘ইমার্জেন্সি’ ব্রেক কষলেন বন্দে ভারতের ‘লোকো’ পাইলট…! CCTV-তে যা দেখা গেল, ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!

এছাড়াও বেলদা কাঁথি রাজ্য সড়কের সাউরি কোটবাড় এলাকায় বেলদার দিক থেকে দুটি মোটর বাইক এগরার দিকে যাওয়ার সময় সামনে থাকা মোটর বাইকটি হঠাৎই পোরলদার কাছে টার্নিং নিতে গেলে পেছনে থাকা মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনের মোটর বাইকটিতে। একের পর এক দুর্ঘটনা এই রাজ্য সড়ক নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পঙ্কজ দাশরথি

বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: এগরা-কাঁথি রাজ্য সড়কে ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু ২ জনের, গুরুতর আহত এক শিশু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল