সূত্রের খবর, গতকালই একটি টিম কলকাতায় এসে পৌঁছেছে। কলকাতায় যাঁরা কয়লাকাণ্ডে তদন্ত করছে তাঁরাও জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত থাকবেন। দিল্লির এই টিমটি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিজিও কমপ্লেক্স ইডি দফতরে এসে। প্রত্যেকটি বয়ান রেকর্ড করা হবে অভিষেকের। যে সমস্ত নথিগুলো আনতে বলা হয়েছিল সেই সমস্ত নথিগুলি খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসারেরা।
আরও পড়ুন: 'তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি আমার নাম অভিষেক না'
advertisement
নথিগুলি খতিয়ে দেখার জন্য অন্য টিম কাজ করবে। তাঁরাও গতকালকে এসেছেন কলকাতায়। দিল্লি থেকে গতকাল যে চারজন অফিসার এসেছিলেন, তাঁরা ইডির সাইবার সেলের। সকালবেলা যে পাঁচজন ঢুকেছেন, সেই অফিসারেরা আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এখন আরও দু'জন আসছেন ইডি দফতরে। বিমানবন্দর থেকে বেরিয়ে পড়েছেন তাঁরা, সকলেই দিল্লির সিনিয়র অফিসার। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কারণ কী? এর কতগুলি বিশেষ কারণ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কী জানতে চান তদন্তকারীরা?
আরও পড়ুন: 'এবার ওঁর ২ বছরের ছেলেকেও নোটিস দেবে', অভিষেকের পাশে দাঁড়িয়ে মমতার বড় বার্তা
১) কয়লাকান্ডে তদন্ত করতে গিয়ে নতুন করে বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় ইডি। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকেই বেশ কিছু তথ্য মিলেছে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।
২) এর আগে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাঁর প্রত্যেকটি বয়ান রেকর্ড করা হয়েছিল। সেই বয়ানের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বয়ান মিলিয়ে দেখা হবে রেকর্ড করা হবে।
৩) ইডি সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে তদন্তে সহযোগিতা করেছিলেন।
৪) কয়লাকাণ্ডে দিল্লিতে রাজ্যের কিছু আইপিএস কে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেখান থেকে বেশ কিছু তথ্য মিলেছিল জিজ্ঞাসাবাদে সেই নিউ জিজ্ঞাসাবাদ করা হবে তিনি কি জানেন?
৫) আর্থিক লেনদেন হয়েছিল কয়লা কাণ্ডে সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে সেই সংক্রান্ত নথি আনতে বলা হয়েছে।
৬) কয়লা পাচারের টাকা কলকাতায় আসত বিনয় মিশ্রের হাত ধরে তিনি এই বিষয়ে কি কিছু জানেন?