তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা নিজেই জানিয়েছেন, এই সংক্রান্ত অনেক অভিযোগ এসেছে তাঁর কাছে৷ অনেককে গ্রেফতারও করা হয়েছে৷ এই ধরনের প্রতারণার ঘটনা আটকাতে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়েছেন অভিষেক৷
আরও পড়ুন: ছাব্বিশে শুভেন্দুর জেলায় তৃণমূলের টার্গেট কত আসন? জানিয়ে দিলেন অভিষেক
অভিষেক বলেন, ‘আমার অফিসের ও আই প্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক অভিযোগ এসেছে। অনেক গ্রেফতার হয়েছে। নাম্বার দিচ্ছি ৮১৪২৬৮১৪২৬ ,যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি এই নাম্বারে ভেরিফাই করবেন। আমার অফিস থেকে কেউ গেলে আগাম বার্তা যাবে জেলা সভাপতির কাছে। নাহলে কারও এমন প্রস্তাবে রাজি হবেন না। আমার অফিসে রিপোর্ট করবেন।’
advertisement
এ দিন দলের নেতাকর্মীদের মূলত ২০২৬-এর ভোট প্রস্তুতি এবং ভোটার তালিকায় কারচুপি রোখার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার মধ্যেই আইপ্যাকের নাম করে টাকা তোলার প্রসঙ্গটি তোলেন তিনি৷