বিক্ষোভ কর্মসূচিতে শামিল হতে ইডির হাজিরা-ও এড়াতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সেই কথা৷ এদিন বিকেল পৌনে সাড়ে ৪টা নাগাদ দিল্লিতে রওনা দেওয়ার উদ্দেশে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন তিনি৷ সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন৷ কেন্দ্রের উদ্দেশ্যে রীতিমতো হুঙ্কারের সুরে বলেন, ‘‘ধমকে চমকে লাভ হবে না.. এর শেষ দেখে ছাড়ব৷’’
advertisement
এদিন দিল্লি যাত্রার আগে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে ফের বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন অভিষেক৷ দাবি করেন, নির্বাচনে পরাজিত হয়েই প্রকল্পের টাকা না দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্রের শাসকদল৷ বলেন, ‘‘হেরে গিয়ে বাংলার মানুষের টাকা আটকে রাখা! বিজেপি গায়ের জোরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে৷’’ তাঁর প্রশ্ন, ‘‘ (বিজেপি) রাজ্য সভাপতি বলছে এক ফোন করব টাকা চলে আসবে!’’
এদিন ট্রেন, প্লেন বাতিল করা নিয়েও কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে দেখা যায় অভিষেককে৷ তাঁর অভিযোগ, দিল্লিতে তৃণমূলের এই কর্মসূচি বাতিল করবে বলে একাধিক চেষ্টা করেছে বিজেপি৷ বলেন, ‘‘এত ভয় কিসের? বিমান ক্যানসেল করে দিচ্ছে, এত ভয় কিসের যে আন্দোলনের অনুমতি দিচ্ছে না? দিল্লি পুলিশকে কাজে লাগাচ্ছে৷ আন্দোলন আটকানোর এত চেষ্টা করছে! এটা মানুষের লড়াই৷ ১০ হাজার নরেন্দ্র মোদিও আটকাতে পারবে না৷’’
এরপরেই শুভেন্দু-সুকান্তর নাম না করে অভিষেকের তোপ, ‘‘যাঁরা টাকা আটকানোর সুপারিশ করছে, তাঁদের গ্রেফতার করা উচিত৷’’এমনকি, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের গ্রেফতারির দাবিও তোলেন অভিষেক৷
এদিন বাঁকুড়ায় কাঁচাবাড়ির মাটির দেওয়ালের নীচে চাপা পড়ে ৩ শিশুর মৃত্যুর ঘটনা নিয়েও সরব হন অভিষেক৷ জানান, ‘‘এঁদের চার জন বিষ্ণপুরের বাড়ি আমার সাথে আছে। এরা আমার সাথে দিল্লি যাবে। এক কাপড়ে দিল্লি যাবে বলে জানিয়েছে৷’’
আরও পড়ুন: এই গুণও আছে কুমড়োর বীজের! মাত্র কয়েক ঘণ্টাতেই প্লেটলেট বাড়িয়ে দিতে পারে এই ৫ খাবার
সবশেষে অভিষেক জানান, এই আন্দোলন শুধুমাত্র ২ এবং ৩ অক্টোবরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না৷ যতদিন না বকেয়া টাকা বাংলার মানুষ পাচ্ছে, ততদিন এই বিক্ষোভ, অবস্থান, আন্দোলন জারি থাকবে বলে রীতিমতো হুঁশিয়ারি দেন অভিষেক৷ বলেন ‘‘আমি আজ ১০০টা চিঠি নিয়ে দিল্লি যাচ্ছি। কই দুর্নীতির অভিযোগ উঠলেও অসমে তো টাকা আটকায়নি। দুর্নীতি হলে ব্যবস্থা নাও। প্রধানমন্ত্রীর ওপর পূর্ণ সম্মান দিয়ে বলছি, এই টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়৷’’