TRENDING:

'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

Last Updated:

Abhishek Banerjee: অভিষেকের কথায়, "নোটবন্দির কারণে কত মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেল। এর দায়িত্ব কার? বিজেপি ক্ষমতা ভোগ করছে দায়িত্ব বোধ ছাড়া। জবাবদিহি না থাকলে মানুষ কী করে কাজ করবে? গত ১০ বছরে বাংলা থেকে কত টাকা নিয়ে গিয়েছেন আর কত টাকা দিয়ে গিয়েছেন সেটা শ্বেতপত্র প্রকাশ করুক।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দেশের নরেন্দ্র মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন কর কাঠামো নিয়ে তিনি বলেন, “বিজেপির আসন কমেছে তাই জিএসটি কমেছে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

অভিষেকের কটাক্ষ, “নোটবন্দির সময়ে একই জিনিষ হয়েছে। বিজেপির সিদ্ধান্তের কোনও দায়িত্ববোধ নেই। যদি দায়িত্ববোধ না থাকে আর কী হবে?” একইসঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অভিষেকের মন্তব্য, “পহেলগাঁও-এর সময়ে বলেছিল, রক্ত আর জল এক সঙ্গে বইতে পারে না। তাহলে এখন কি করে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলল?”

আরও পড়ুন: তুড়িতে তাড়ান ‘তেলাপোকা’…! এই পাতা গুঁড়ো করে ছিটিয়ে দিন, ‘পেস্ট কন্ট্রোল’ ডাকতে লাগবে না, শিখে নিন ছোট্ট ‘ট্রিক’!

advertisement

অভিষেকের কথায়, “নোটবন্দির কারণে কত মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেল। এর দায়িত্ব কার? বিজেপি ক্ষমতা ভোগ করছে দায়িত্ব বোধ ছাড়া। জবাবদিহি না থাকলে মানুষ কী করে কাজ করবে? গত ১০ বছরে বাংলা থেকে কত টাকা নিয়ে গিয়েছেন আর কত টাকা দিয়ে গিয়েছেন সেটা শ্বেতপত্র প্রকাশ করুক। হাইকোর্ট টাকা দিতে বলেছে তাও গিয়েছে সুপ্রিম কোর্টে। আসলে ওঁরা চান যাতে মানুষ গলা টিপে মারা যায়। দুধ, বাচ্চার খাবার সবেতে জিএসটি। মায়েদের রান্নার জিরেতে জিএসটি। আর হিরেতে নেই। জিএসটি আরও কমবে। এরা ধর্মে ধর্মে বিভাজন করে ভোট জিতবে ভেবেছিল। বাংলার মানুষ এর জবাব দিয়েছে।”

advertisement

আরও পড়ুন: ‘আমার দেড় মাসের স্যালারি বাকি…’, বন্দে ভারত ট্রেনে বসে Video পোস্ট করলেন ‘ভেন্ডর’, পরক্ষণেই যা ঘটল, পায়ের তলা থেকে সরল মাটি!

চন্দ্রনাথ সিনহা প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, “আমি জানি না৷ আমি তো ইডি’তে চাকরি করি না৷ আমি ভবিষ্যৎবাণী করি না। ইডি, সিবিআইয়ের গ্রহণযোগ্যতা যত কম বলা যায় ততই ভাল। বলা আর করার মধ্যে পার্থক্য আছে৷”

advertisement

আরও পড়ুন: ভারতের কোন রাজ্য থেকে ‘সবচেয়ে’ বেশি ‘IAS অফিসার’ বেরোয় জানেন….? চমকে উঠবেন ‘নামে’!

বিজেপির বিরুদ্ধে তুমুল কটাক্ষ শানিয়ে অভিষেক আরও বলেন, “বিজেপিতে গেলেই সাতখুন মাফ। ওদের কাছে আছে দুটো E, আমাদের কাছে (M)3! নরেন্দ্র মোদি রাম মন্দির উদ্বোধন তিন মাসে আগে করেছিল। কারণ সেটা করে ভোটের ফল চেয়েছিল। তাই জানুয়ারি মাসে উদ্বোধন করেছিল। আগে শুভেন্দু অধিকারী এর জবাব দিক।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল