অভিষেকের কটাক্ষ, “নোটবন্দির সময়ে একই জিনিষ হয়েছে। বিজেপির সিদ্ধান্তের কোনও দায়িত্ববোধ নেই। যদি দায়িত্ববোধ না থাকে আর কী হবে?” একইসঙ্গে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অভিষেকের মন্তব্য, “পহেলগাঁও-এর সময়ে বলেছিল, রক্ত আর জল এক সঙ্গে বইতে পারে না। তাহলে এখন কি করে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলল?”
advertisement
অভিষেকের কথায়, “নোটবন্দির কারণে কত মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেল। এর দায়িত্ব কার? বিজেপি ক্ষমতা ভোগ করছে দায়িত্ব বোধ ছাড়া। জবাবদিহি না থাকলে মানুষ কী করে কাজ করবে? গত ১০ বছরে বাংলা থেকে কত টাকা নিয়ে গিয়েছেন আর কত টাকা দিয়ে গিয়েছেন সেটা শ্বেতপত্র প্রকাশ করুক। হাইকোর্ট টাকা দিতে বলেছে তাও গিয়েছে সুপ্রিম কোর্টে। আসলে ওঁরা চান যাতে মানুষ গলা টিপে মারা যায়। দুধ, বাচ্চার খাবার সবেতে জিএসটি। মায়েদের রান্নার জিরেতে জিএসটি। আর হিরেতে নেই। জিএসটি আরও কমবে। এরা ধর্মে ধর্মে বিভাজন করে ভোট জিতবে ভেবেছিল। বাংলার মানুষ এর জবাব দিয়েছে।”
চন্দ্রনাথ সিনহা প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, “আমি জানি না৷ আমি তো ইডি’তে চাকরি করি না৷ আমি ভবিষ্যৎবাণী করি না। ইডি, সিবিআইয়ের গ্রহণযোগ্যতা যত কম বলা যায় ততই ভাল। বলা আর করার মধ্যে পার্থক্য আছে৷”
আরও পড়ুন: ভারতের কোন রাজ্য থেকে ‘সবচেয়ে’ বেশি ‘IAS অফিসার’ বেরোয় জানেন….? চমকে উঠবেন ‘নামে’!
বিজেপির বিরুদ্ধে তুমুল কটাক্ষ শানিয়ে অভিষেক আরও বলেন, “বিজেপিতে গেলেই সাতখুন মাফ। ওদের কাছে আছে দুটো E, আমাদের কাছে (M)3! নরেন্দ্র মোদি রাম মন্দির উদ্বোধন তিন মাসে আগে করেছিল। কারণ সেটা করে ভোটের ফল চেয়েছিল। তাই জানুয়ারি মাসে উদ্বোধন করেছিল। আগে শুভেন্দু অধিকারী এর জবাব দিক।”