TRENDING:

Abhishek Banerjee: 'কাজের সব হিসাব দিয়েছি, কথা দিয়ে কথা রাখি আমি!' বললেন অভিষেক

Last Updated:

Abhishek Banerjee: এদিন মহেশতলায় একাধিক বিষয়ে মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এদিন মহেশতলায় একাধিক বিষয়ে মুখ খুললেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ডায়মন্ড হারবারে প্রতি বছর পুজোর আগে আমি দেখা করার চেষ্টা করি। দেখা না হলে পুজো অসম্পূর্ণ হয়ে যায়। গত দু’বছর ধরে আমি আর সেভাবে পুজো উদ্বোধন করিনা। আমাদের সরকার বলেছে ধর্ম যার যার উৎসব সবার। এখন মহালয় থেকে ঠাকুর দেখার ভিড় জমে যায়। বেলা ৩’টে থেকে ঠাকুর দেখতে লোক নেমে যায়। বাংলার প্রাণের উৎসব আর চারদিনে সীমাবদ্ধ নেই।”
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement

তিনি বলেন, “আমি বলেছিলাম আমি ব্লকে ব্লকে সভা করব। দায়িত্বপূর্ণ জনপ্রতিনিধি হিসাবে কাজ করব। ডায়মন্ড হারবারে কোভিডের সময় যদি কমিউনিটি কিচেন করে ১০ লাখ মানুষকে খাবার দিতে পারি। পুজোয় মানুষের বাড়িতে উপহার পাঠাতে পারি। রাস্তার জন্য ৩৫০০ কোটি টাকার কাজ করেছি। ৭ কিমি উড়ালপুল করা হয়েছে। বজবজ ট্রাঙ্ক রোড সংষ্কার করা হয়েছে। ৫২ কোটি টাকায় কাজ হচ্ছে। মিউনিসিপ্যালিটির উদ্যোগে হাসপাতাল হয়েছে। একাধিক জল প্রকল্পের কাজ চলছে। বাইপাস রোডের কাজ চলছে।”

advertisement

অভিষেক আরও বলেন, “আমি কথা দিয়েছিলাম, যে ভাবে আমাকে আপনারা সমৃদ্ধ করেছেন। আমি রাজনৈতিক যে দায়িত্ব পালন করেছি। তার সম্পূর্ণ কৃতিত্ব ডায়মন্ড হারবারের। আমি কাজের সব হিসাব ও খতিয়ান পুস্তিকা আকারে দিয়েছি। দেশে কোনও সাংসদ এটা করেনি। সরাসরি অভিযোগ আমাকে জানাতে বলেছি। আমার এক ডাকে অভিষেকে গোটা রাজ্যের মানুষ ফোন করছে। কথা দিয়ে আমি কথা রাখি।”

advertisement

আরও পড়ুন, বড় ঘোষণা মমতার! ১৯৭ কোটি টাকা ঋণ মকুব বাংলার লাখ লাখ কৃষকদের, কারা পাবেন সুবিধা?

আরও পড়ুন, বড় সুখবর! উচ্চ প্রাথমিকে ১৪০০০ শূন্যপদে নিয়োগে গ্রিন সিগন্যাল দিল হাইকোর্ট

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তৃণমূল সাংসদের দাবি, “ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনিহো এসে খেলে গেল। ডায়মন্ড হারবারের নিজের ফুটবল ক্লাব আছে। সবাই ধর্ম দূরে রেখে আনন্দ উপভোগ করুন। সব রেজিস্টার্ড ক্লাবের পাশে দাঁড়িয়েছি। ক্লাব ও মসজিদ কমিটি উভয়ের পাশে দাঁড়িয়েছি। আমি ধর্মকে ঢাল করে রাজনীতি করিনা। ধর্মকে আমি বাড়িতে রেখে রাজনীতি করি। পুজো সবার ভালো কাটুক। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজো পালন করুন।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'কাজের সব হিসাব দিয়েছি, কথা দিয়ে কথা রাখি আমি!' বললেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল