পরিযায়ী শ্রমিক হেনস্থা ইস্যুতে বিজেপিকে বিঁধতে চাইছে তৃণমূল। পাশাপাশি SIR নিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছে তাও উত্তরবঙ্গের দুই জেলার ১৫ বিধানসভা আসনে প্রচারে বিশেষ ভাবে তুলে আনতে চায় বাংলার শাসক দল। সেই কারণে আজ, বুধবার SIR আতঙ্কে মৃতের পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন বালুরঘাটে।
আরও পড়ুন– হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
advertisement
ভিন্ রাজ্যে আক্রান্ত হওয়া দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে আজ যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছে, উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকটি আসনে এবার ত্রিমুখী লড়াই হবে। বেশ কয়েকটি আসনে ফ্যাক্টর হবে কংগ্রেস। সদ্য পাশ্ববর্তী জেলা মালদহে ‘মৌসম’ বদল হয়েছে। চলতি মাসে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সভা করতে পারেন। তাই রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস কী ভাবে প্রচার চালাবে তা নিয়েও আজ দলের নেতা কর্মীদের বার্তা দেবেন অভিষেক। কলকাতা থেকে প্রথমে তাঁর হেলিকপ্টারে যাওয়ার কথা বালুরঘাটে। সেখানকার হেলিপ্যাড গ্রাউন্ডে তিনি মিলিত হবেন ‘এসআইআর আতঙ্কে মৃত’-দের পরিবারের সঙ্গে। তার পর ভিন্ রাজ্যে আক্রান্ত হওয়া দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতেও যাওয়ার কথা তাঁর। সেই সাক্ষাতের পর অভিষেকের রোড শো রয়েছে উত্তর দিনাজপুরের ইটাহারে।
স্রেফ বাংলা বলার ‘অপরাধে’ মহারাষ্ট্রে সাত মাস জেল খাটতে হয়েছিল পরিযায়ী শ্রমিক অসিত সরকারকে। তাঁর মুক্তির জন্য আইনি লড়াই থেকে শুরু করে সমস্ত উদ্যোগ নিয়েছিলেন খোদ অভিষেক।
সোনালির সদ্যোজাতের নামকরণের পর এবার পতিরামে পরিযায়ী শ্রমিকের ঘরে অভিষেকের এই সফর উত্তরবঙ্গের রাজনীতিতে ‘পরিযায়ী’ ইস্যুকে এক নতুন মাত্রা দিতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন রাতেই মালদহে যাবেন অভিষেক। বৃহস্পতিবার সেখানেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
