TRENDING:

Abhishek Banerjee New Look: পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর! অভিষেকই তো? সমাজমাধ্যমে ঝড় তুলল মিরর সেলফি

Last Updated:

সাংসদের ইনস্টা স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে জিম ভেস্ট ও শর্টস। দু'হাতে জিম গ্লাভসের ফাঁকে ধরা রয়েছে আই-ফোন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পেশিবহুল দুই হাত৷ ঘামে ভেজা শরীর বুঝিয়ে দিচ্ছে জিমে শরীর চর্চায় ব্যস্ত তিনি৷ এক ঝলকে দেখলে সাধারণত ধোপ দুরস্ত শার্ট, প্যান্টে পরিহিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে তাঁকে মেলানো মুশকিল৷ স্বভাবই শনিবার বার বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করা নিজস্বী সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি৷
সমাজমাধ্যমে এই ছবি পোস্ট করেছেন অভিষেক নিজেই৷
সমাজমাধ্যমে এই ছবি পোস্ট করেছেন অভিষেক নিজেই৷
advertisement

সাংসদের ইনস্টা স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে জিম ভেস্ট ও শর্টস। দু’হাতে জিম গ্লাভসের ফাঁকে ধরা রয়েছে আই-ফোন। তুলেছেন একটি মিরর-সেলফি।

এই সেলফি দেখে অনেকেই প্রথমে তা আসল কি না, তা নিয়েই সংশয় প্রকাশ করেন৷ কারণ সম্ভবত এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কোনও ছবি প্রকাশ্যে এল৷ যা আবার সমাজমাধ্যমে পোস্ট করলেন তিনি নিজেই৷ স্বভাবতই পুজোর আগে অভিষেকের এই নতুন লুক নিয়ে শুরু হয়েছে চর্চা৷

advertisement

সমাজমাধ্যমে অভিষেকের এমন ছবি দেখে অনেকে চমকে উঠলেও তাঁর ঘনিষ্ঠ মহলে যাঁরা থাকেন, তাঁরা অবশ্য অবাক নন৷ কারণ অভিষেক বরাবরই খুব শরীর সচেতন৷ নিয়মিত শরীর চর্চাও করেন৷ খাওয়া দাওয়ার বিষয়েও বরাবরই খুবই সংযমী এবং সতর্ক তিনি৷ এমন কি, কলকাতা পুলিশের হাফ ম্যারাথনেও দৌড়তে দেখা গিয়েছে তাঁকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই জাতীয় স্তরে তৃণমূলের প্রধান মুখ হয়ে উঠেছেন অভিষেক৷ এ রাজ্য তো বটেই, দেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম চর্চিত চরিত্র তিনি৷ অপারেশন সিঁদুরের পর বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধি দলের সদস্য ছিলেন অভিষেক৷ ইংরেজি এবং হিন্দিতে সাবলীল হওয়ায় জাতীয় রাজনীতিতে অভিষেকের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে৷ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তরুণ প্রজন্মের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে সচেতন ভাবেই শরীরচর্চার ফাঁকে নিজের এই পেশিবহুল ছবি প্রকাশ্যে আনলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ৷ অভিষেকের অনুগামীরা অবশ্য অনেকেই বলছেন, পুজোর আগে এটাই তাঁর নতুন লুক৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee New Look: পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর! অভিষেকই তো? সমাজমাধ্যমে ঝড় তুলল মিরর সেলফি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল