TRENDING:

Abhishek Banerjee News: বিধানসভা ভোটে কী ফল হতে চলেছে? কেমন ফল করবে তৃণমূল? অভিষেকের বিরাট 'ভবিষ্যদ্বাণী'! বিজেপি-CPIM-কে খোলা চ্যালেঞ্জ

Last Updated:

Abhishek Banerjee News: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে আগাম পূর্বাভাসও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অভিষেকের খোলা চ্যালেঞ্জ
অভিষেকের খোলা চ্যালেঞ্জ
advertisement

কলকাতা: বিধানসভা ভোটের আগে তৃণমূলের ছাত্র সমাবেশ। দলীয় স্তরে সংগঠনের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার জানাবেন দলের শীর্ষ নেতৃত্ব। ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরে বারবার রাজনৈতিক আক্রমণ শানিয়ছে বিরোধীরা। আবার তৃণমূলের বক্তব্য, শিক্ষাক্ষেত্রে অস্থিরতা তৈরি করছে কেন্দ্রের শাসকদল। এই রাজনৈতিক আবহেই আজ মেয়ো রোডে সমাবেশ থেকে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

advertisement

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে আগাম পূর্বাভাসও দিলেন অভিষেক। রীতিমতো চ্যালেঞ্জের সুরে অভিষেক এদিন বলেন, ১০-০ গোলে সিপিআইএম, বিজেপি হারবে তৃণমূলের কাছেপড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, রেজাল্ট বেরোন পর ভর্তি প্রক্রিয়া দেরি হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্নকলকাতা হাইকোর্টের একটা অংশ বাংলার ছাত্র-ছাত্রীদের জীবনে অন্ধকার নামিয়ে আনতে চেয়েছিলতারপর সুপ্রিম কোর্ট স্টে করিয়ে আনা হয়েছেআমরা আগামী দিনে দিল্লি যাব, যদি বাংলাকে ছোট রা হয়বাংলার মানুষকে ছোট করলে ১০ লাখ মানুষকে দিল্লি নিয়ে যাব

advertisement

নতুন সংবিধান সংশোধনী বিল নিয়েও তিনি বলেন, হঠাৎ করে সংবিধান সংশোধন করে ভেবেছিল ভারতবর্ষকে মৌরসি পাট্টা করে রাখবে। তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদ প্রতিবাদে অমিত শাহকে চতুর্থ রো থেকে বিল পড়তে বাধ্য করেছে। এটাই তৃণমূলের ক্ষমতা

advertisement

বিহারের মতো বাংলাতেও এসআইআর করার কথা জানিয়েছে নির্বাচন কমিশনার। কিন্তু শুরু থেকেই এর তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। এদিন সেই প্রসঙ্গ ফের তুলে বলেন, যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে ছাত্ররা নামবে না? যারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে, তাদের যোগ্য জবাব দেবে না আমাদের ছাত্ররা?

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee News: বিধানসভা ভোটে কী ফল হতে চলেছে? কেমন ফল করবে তৃণমূল? অভিষেকের বিরাট 'ভবিষ্যদ্বাণী'! বিজেপি-CPIM-কে খোলা চ্যালেঞ্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল