কলকাতা: পুজোর আগেই উদ্বোধন হল ‘অভিষেকর দূত‘ মোবাইল অ্যাপের। পুজোর সময় পথে থাকবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বেচ্ছাসেবকরা। বয়স্ক মানুষরা, যারা বাড়িতেই থাকেন উৎসবের দিনে, তাঁরা কোনও বিপদে পড়লেই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
advertisement
পাশাপাশি এই আপের মাধ্যমে জানা যাবে, কোথায় কোন মণ্ডপে কেমন ভিড়, কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে, পুজো সংক্রান্ত অনেক তথ্যই মিলবে এই অ্যাপের মাধ্যমে। গত দুই বছর এই কর্মসূচিতে সাফল্য পাওয়ার পর এবার আপের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে চাইছে তৃণমূলের যুব যোদ্ধারা।
এক কথায় বলা যেতেই পারে, দুয়ারে ‘অভিষেকের দূত’। গত বছরেও ডায়মন্ড হারবার লোকসভার আড়াই লক্ষ মানুষের কাছে পৌঁছছিল এই ‘দূত’। সাংসদের শুভেচ্ছা বার্তা নিয়ে তারা গিয়েছিলেন বাড়ি-বাড়ি। ‘পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব’ বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুরুর কয়েক বছরে অনুষ্ঠান করে পুজোর উপহার দেওয়া হত। গত বছর থেকে স্থানীয় নেতারাই পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি। খোঁজ নিচ্ছেন সকলের। অন্যথা হবে না এবারও। এবার উৎসবের সময় আরও বেশি মানুষের পাশে থাকাই লক্ষ্য ডায়মন্ড হারবারের সাংসদের।