TRENDING:

Abhishek Banerjee: পানিহাটি কাণ্ডে আজ মিছিলের ডাক অভিষেকের, যথাযথ তদন্তের দাবি সুকান্ত মজুমদারের

Last Updated:

উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের ‘এনআরসির আতঙ্কে আত্মঘাতী’ হওয়ার ঘটনা নিয়ে আজ পথে নামছে তৃণমূল। সারা রাজ্যেই মিছিলের ডাক দিয়েছে শাসকদল। আজ মিছিল হবে আত্মঘাতী প্রদীপের বাড়ির এলাকাতেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ‘সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর’ এই স্লোগানকে সামনে রেখে আজ, বৃহস্পতিবার পানিহাটিতে প্রতিবাদ মিছিলের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আত্মহত্যা করেছেন পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। তৃণমূলের বক্তব্য প্রদীপবাবু আত্মহত্যা করেছেন, এনআরসি আতঙ্কে। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।
পানিহাটি কাণ্ডে আজ মিছিলের ডাক অভিষেকের
পানিহাটি কাণ্ডে আজ মিছিলের ডাক অভিষেকের
advertisement

বুধবার বিকেলে তাঁর বাড়ি যান অভিষেক। পরিবারের লোকেদের সান্ত্বনা দিয়ে সর্বতোভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বলেন, ‘‘আপনারা ভয় পাবেন না। বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে আপনাদের কেউ বাংলাদেশে পাঠাতে পারবে না।’’ তীব্র আক্রমণ করে বলেন, ‘‘এই মৃত্যুর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশন।’’ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক।

advertisement

আরও পড়ুন– দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?

এর পাশাপাশি, তিনি তৃণমূল নেতা-কর্মীদেরও নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থাকার। অভিষেক বলেন, আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআরের কাজ শুরু হবে, আপনারা কেউ ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ক্যাম্প করে আপনাদের সাহায্য করবে। আমরা সবাই রাস্তায় থাকব। আমিও থাকব। কোনও সমস্যা হলে আপনারা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত অফিস, শহর এলাকায় পুরপিতা, পুরসভায় বা দলীয় দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করবেন। তাঁরা আপনাদের সবরকমের সাহায্য করবেন। এর পরই তোপ দেগে বলেন, বিজেপি নেতারা প্রচারে এলে তাদের বেঁধে রেখে বলুন আপনার বাপ-ঠাকুরদার বার্থ সাটিফিকেট নিয়ে আসুন !

advertisement

আরও পড়ুন– রাশিফল ৩০ অক্টোবর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
সন্ধ্যা নামলেই ধাম কুড়িয়ার জঙ্গলে হাতিদের 'অবাক' জলপান, দেখার সুযোগ মেলে শীতে
আরও দেখুন

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ তথা দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এদিন আরও একটি নথি পাওয়া গিয়েছে, যেখানে প্রদীপ কর লিখে গিয়েছেন তাঁর সব নথি থাকলেও বোন ও ভাইদের সব নথি নেই। ফলে এনআরসি হলে তাদের কী হবে! এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর চলছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, যেকোনও মৃত্যু অত্যন্ত খারাপ। এবং সেই মৃত্যুর ইনভেস্টিগেশন করা উচিৎ। যে কথা বলা হচ্ছে সেটাই কি সত্যিকারের কারণ। যখন হর গোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল তখন তো অভিষেক গেলেন না। শুধুমাত্র ভয়ের পরিবেশ, মানুষের মনের টেনশন তৈরি করে, মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে। ওই সুইসাইড নোটটা কে লিখেছে? কার লেখা? আর যে এনআরসির কথা বলা হচ্ছে সেই এনআরসি তো লাগুই হয়নি। আমি তো কমিশনকে বলব দিল্লিতে এফআইআর করে রাখতে তৃণমূল কংগ্রেস কতটা ‘ভিনডিক্টিভ’ এবং ‘হিংসাত্মক’ সবাই জানে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: পানিহাটি কাণ্ডে আজ মিছিলের ডাক অভিষেকের, যথাযথ তদন্তের দাবি সুকান্ত মজুমদারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল