আরও পড়ুনঃ SSC শিক্ষক নিয়োগে গতি, উচ্চমাধ্যমিকে চার বিষয়ে ইন্টারভিউ শুরু! নবম-দশমের লিস্ট সপ্তাহের শেষে
তিনি বিস্তারিত তথ্য লিখিত প্রশ্নের আকারে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে থেকে জানতে চান। গ্রাম ও শহরভিত্তিক, নারী-পুরুষ, যুবসমাজ এবং রাজ্য ধরে তথ্য দাবি করেন। তাঁর লিখিত প্রশ্ন ছিল, গত কয়েক বছরে নারী ও যুবকদের মধ্যে বেকারত্ব কি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে? পাঁচ বছরের অগ্রগতি কী? কর্মীদের দক্ষতা বৃদ্ধি বা পুনর্দক্ষতার জন্য সরকার কী করেছে? কতজন উপকৃত হয়েছেন? শ্রম ও কর্মসংস্থান বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে এর উত্তর দিয়েছেন। পরিসংখ্যান বলছে প্রতি ১০ জনে একজন বেকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় নারী-পুরুষের বেকারত্বের হার নিয়েও লিখিতভাবে জানতে চান। কেন্দ্রের পরিসংখ্যানে তাতে দেখা যাচ্ছে, শহরাঞ্চলে মহিলাদের বেকারত্ব গ্রামের তুলনায় বেশি।
advertisement
সংসদে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন- উত্তর
– শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী কি বলতে পারবেন? গত পাঁচ বছরে দেশে বেকারত্বের হার সম্পর্কে সরকারের কাছে কোন তথ্য আছে কী?
মন্ত্রণালয় উত্তর দিয়েছে –
সর্বশেষ উপলব্ধ বার্ষিক PLFS প্রতিবেদন অনুসারে, আনুমানিক ২০১৯-২০ সালে ১৫ বছর এবং তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য স্বাভাবিক অবস্থার উপর বেকারত্বের হার (UR) ছিল ৪.৮%, ২০২০-২১ সালে ৪.২%, ২০২১-২২ সালে ৪.১% এবং ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সালে ৩.২% এবং ১৫-২৯ বছর বয়সী তরুণদের জন্য ছিল ২০১৯-২০ সালে ১৫.০%, ২০২০-২১ সালে ১২.৯%, ২০২১-২২ সালে ১২.৪%, ২০২২-২৩ সালে ১০.০% এবং ২০২৩-২৪ সালে ১০.২%। ১০ জনের মধ্যে ১ জন বেকার প্রচারে তৃণমূল কংগ্রেস , কেন্দ্রের বিরুদ্ধে।
