তৃণমূলের সেনাপতির স্পষ্ট বার্তা ‘‘২০২৬ তৃণমূলের লক্ষ্য-আনুগত্য নয়, সংগঠনে পারফরম্যান্স শেষ কথা’’। তৃণমূলে ফিরে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসংস্কৃতি ! ফেরালেন অভিষেকই। কাজ না করলে দলে জায়গা নেই— সোমবার দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আবার সেই বার্তা দিলেন।
advertisement
আরও পড়ুন– রাজস্থান থেকে মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চ, রইল মণিকা বিশ্বকর্মার যাত্রাপথের ঝলক
বৈঠকে অভিষেক বার বার দলীয় বৈঠকে জানিয়েছেন, তিনি কাজ (পারফরম্যান্স)-এ বিশ্বাসী। ২০২৪ সালের ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি বলেছিলেন, যেখানে যেখানে তৃণমূল লোকসভা ভোটে খারাপ ফল করেছে, সেখানে সেখানে সাংগঠনিক বদল হবে। মাস দু’য়েক আগে জেলাস্তরের সংগঠনে সেই রদবদল করেছে তৃণমূল। বেশ কয়েকটি জেলায় সভাপতি বদল হয়েছে। কাউকে ব্লক স্তর থেকে নিয়ে আসা হয়েছে জেলা স্তরে। আবার কারও পদ তুলে দেওয়া হয়েছে। অভিষেক সেই রদবদলের পরেও স্পষ্ট জানিয়ে দেন, ‘পারফরম্যান্স’-ই হল সেই বদলের সূচক। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন।প্রসঙ্গত পারফরম্যান্স দেখেই বেশ কয়েকটি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে বদল করা হয়েছে ৷ আগামীদিনেও সকলের কাজের উপর যে নজর থাকবে তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক।
