এদিন অভিষেক আরও বলেন, ‘আমার লুকানোর কিছু নেই। আমি আগেও এসেছি। দিল্লিতেও গিয়েছি। আমি চাইলে আমার আইনজীবী মারফত জানাতে পারতাম। আমি তা করিনি। আর দরকার হলে আমার স্টেটমেন্ট জমা দিয়ে দিক আদালতে। আমি কি বলেছি আদালতে জমা দিক। আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে বলুক। আমি ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত। ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছিল আগে নথি দেখুক। তারপর মনে হলে ডাকুক। আমি সেটা সামনে রেখে অজুহাত দিয়ে না আসতে পারতাম। আমি দিল্লিতে মিটিং আছে বলে আসব না বলতে পারতাম। অতীতেও অজুহাত দিইনি, বর্তমানে অজুহাত দিচ্ছিনা, ভবিষ্যতেও দেবনা। মাত্র দু’দিনে সব নথি জমা দিয়েছি।’
advertisement
ইডি-সিবিআই মিলিয়ে গত ৫ মাসে ৬ বার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ তারপরে ১৩ জুনও ইডির তলব৷ সেবার পঞ্চায়েতের প্রচার এবং রাজনৈতিক কর্মসূচি থাকায় হাজিরা দেননি অভিষেক। তারপরে ২০ মে সিবিআইয়ের সামনে হাজিরা৷ ১৩ সেপ্টেম্বর ইডির দফতরে হাজিরা৷ ৩ অক্টোবর ফের তলব করে ইডি৷ যদিও রাজনৈতিক কর্মসূচি থাকায় সেবার হাজিরা দেননি অভিষেক৷ এরপরে ফের গত ১০ অক্টোবর তাঁকে তলব করা হয়েছিল৷ তার পরে এই ৯ নভেম্বর হাজিরা৷