একই সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির জন্যও আবেদন করেছেন তৃণমূলের শীর্ষ নেতা৷
আরও পড়ুন: ঠিক যেন ধুম সিনেমার গল্প, চেন্নাই থেকে কলকতায় আসার পথে উধাও ১০ কোটির আইফোন
গত ৮ জানুয়ারি সংবাদমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বেশ কিছু মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই বক্তব্যের বিরুদ্ধে গতকাল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক৷ দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে তৃণমূল সাংসদের পক্ষ থেকে৷
advertisement
সুপ্রিম কোর্টে করা আর্জিতে অভিষেক দাবি করেছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের বাইরেও তাঁর সম্পর্কে এমন কিছু মন্তব্য করছেন যা সরাসরি তাঁর বিরুদ্ধে চলা মামলাগুলির সঙ্গে সম্পর্কিত৷ ফলে, এই ধরনের মন্তব্যে সিবিআই এবং ইডি-র তদন্তও প্রভাবিত হতে পারে৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এমন মন্তব্যে যাতে সিবিআই, ইডি প্রভাবিত না হয়, সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে সেই আর্জিও জানিয়েছেন অভিষেক৷