পার্থ চট্টোপাধ্যায়ের সেই গ্রেফতারি নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল তামাম রাজ্য রাজনীতিতে৷ তার উপর পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে পর পর কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের ঘটনা৷ চাকরি ‘বিক্রি’র অভিযোগের সেই তদন্ত এখনও চলছে৷ এসএসসি থেকে তা গড়িয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়ে পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে৷
আরও পড়ুন:‘আমাকে গ্রেফতার করুন..!’ লিপ্স অ্যান্ড বাউন্ডস নিয়ে মুখ খুললেন অভিষেক, ছুঁড়লেন চ্যালেঞ্জ
advertisement
কিন্তু, এর মধ্যে, গোটা একটা বছর কেটে গেলেও একটি বিষয় একই আছে৷ তা হল, এই এক বছরে শত চেষ্টা সত্ত্বেও জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী, তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ চলে গেছে আরেকটা ২১ জুলাই৷ একাধিক বার আদালতে জমা পড়েছে তাঁর জামিনের আবেদন৷ বারবার জানিয়েছেন তিনি অসুস্থ৷ কিন্তু, বারবারই প্রভাবশালী তত্ত্বে খারিজ হয়েছে হয়েছে তাঁর আবেদন৷
গ্রেফতারির পরে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বড় একটা মুখে আনতে দেখা যায়নি তৃণমূলের তাবড় নেতাদের৷ অভিষেকের তো নয়ই৷ প্রত্যেকেই বলেছেন, তদন্ত চলছে, কেউ কোনও অপরাধ করে থাকলে নিয়ম অনুযায়ী তার শাস্তি হবে৷ কিন্তু, ১৩ সেপ্টেম্বর ২০২২ এ ঘটল সেই ঘটনা৷ তৃণমূলের প্রাক্তন মহাসচিবের নাম একবারের জন্য হলেও উচ্চারণ করলেন অভিষেক৷ তুলনা টানলেন৷
ইডির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বললেন, ‘‘গত ২২ জুলাই পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে৷ ১৪ মাস হয়েছে৷ কী হয়েছে? সারদা ট্রায়াল শুরু হয়নি৷ নারদা ৬-৭ বছর এনকোয়ারি হয়েছে৷ এই যদি তদন্তকারী সংস্থার ভূমিকা হয়.. আমার প্রশ্ন এই কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা ক্রেডিবিলিটি কী? ৯ বছর সুদীপ্ত সেন কাস্টডিতে৷ কত টাকা সারদার আমানতকারীরা ফেরত পেয়েছেন৷ Allex স্টুডেন্ট এডুকেশন স্ক্যাম কে বিচার পেয়েছে?’’
আরও পড়ুন: ‘সময় নষ্ট! জিরো ছিল, মাইনাস ২’, প্রায় ৯ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে বললেন অভিষেক
এরপরেই শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁর মন্তব্য, ‘‘ যাঁদেরকে টিভি পর্দায় ঘুষ নিতে দেখা যায় তাঁদেরকে hc কেন কিছু বলে না’’
বুধবার বিরোধী জোট ইন্ডিয়া-র সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ দিন কয়েক আগে নিজেই কেন্দ্রের মোদি সরকারকে তুমুল কটাক্ষ করে সোশ্যাল মিডিয়া পোস্টে এ কথা জানিয়েছিলেন অভিষেক৷
এদিন বেলা ১১টা বেজে ৩৫ মিনিট নাগাদই ইডির ডাকে সাড়া দিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে ছিল নথিপত্র৷ কালো গাড়ির ভিতর থেকে হাতজোড় করে সাংবাদিকদের অভিবাদন করতেও দেখা যায় তাঁকে৷