চলতি মাসের শুরুর দিকেই ১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ টাকা আদায়ের দাবিতে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি করেছিল তৃণমূল৷ নেতৃত্বে অবশ্যই ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারপরে সেখান থেকে ফিরে কলকাতায় রাজভবনের সামনেও মঞ্চ বেঁধে অবস্থানে শামিল হতে দেখা যায় তাঁকে৷ তারপরে, শেষমেশ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘বঞ্চিতদের’ কয়েক লক্ষ চিঠি৷
advertisement
আরও পড়ুন: আনিস খানের পরিবারকে পাশে নিয়ে চাইল ‘ইনসাফ’, ফের ব্রিগেডের প্রস্তুতি বাম শিবিরে
কেন্দ্রীয় বরাদ্দ আদায়ের সেই আন্দোলন ভবিষ্যতেও চলবে বলে এদিন জানিয়ে দিলেন অভিষেক৷ শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহের কলকাতায় এসে দুর্গাপুজো উদ্বোধন করা নিয়েও তীব্র কটাক্ষ করেন অভিষেক৷ বলেন, ‘‘যে দুর্গাপুজো নিয়ে বিজেপি বলেছিল বাংলায় পুজো হয় না। তাদেরকেই বাংলায় সুড়সুড় করে এসে পুজো উদ্বোধন করতে হচ্ছে। ডেলি প্যাসেঞ্জারি করছে।’’
সবশেষে ইডি-সিবিআইয়ের প্রশ্নে বেঁধেন বিজেপি-কে৷ অভিষেকের মন্তব্য, ‘‘যে পাশে থাকবে তাকেই বলে দিন। অনেক চেষ্টা হচ্ছে বাংলাকে ভাতে মারার। তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখতে পারেনি। গায়ের জোরে মোদি সরকার আপনার টাকা আটকে রেখেছে।..মানুষ যাদের সাথে থাকে তাদের অশুভ শক্তি হারাতে পারে না। অন্য যে রাজনৈতিক দল আমাদের সাথে লড়াই করছে তাদের কাছে সব আছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স। আমাদের সাথে মানুষ আছে।’’