TRENDING:

Abhishek Banerjee: হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! হঠাৎ কী হল, গুঞ্জন চারিদিকে

Last Updated:

Abhishek Banerjee: চিকিৎসার জন্য সংগঠন তথা দল থেকে ‘ছোট বিরতি’ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে সেই কথা জানিয়েছিলেন খোদ অভিষেকই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদের রবিবার একটি মাইক্রো সার্জারি হবে। সেই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। রবিবারই সার্জারির পর হাসপাতাল থেকে তিনি ছাড়া পেতে পারেন বলে সূত্রের খবর। ইএম বাইপাসের ধারের এই হাসপাতালে অভিষেকের সেই মাইক্রো সার্জারি হবে বলে জানা গিয়েছে।
হাসপাতালে অভিষেক (ফাইল ছবি)
হাসপাতালে অভিষেক (ফাইল ছবি)
advertisement

চিকিৎসার জন্য সংগঠন তথা দল থেকে ‘ছোট বিরতি’ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে সেই কথা জানিয়েছিলেন খোদ অভিষেকই। পাশাপাশিই অভিষেক লিখেছেন, ‘কেন্দ্র-রাজ্য সংঘাতে’ বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছেন বলে পোস্টে উল্লেখ করেছেন অভিষেক।

advertisement

আরও পড়ুন: সাংসদ নির্বাচিত হয়েই চমকে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়! যা করলেন, দেখে শোরগোল হুগলিতে

অভিষেক লিখেছিলেন, ‘‘চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভাল ভাবে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভাল ভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, অভিষেকের চোখে সমস্যা রয়েছে। নির্দিষ্ট সময় অন্তর তাঁকে চিকিৎসা করাতে যেতে হয়। তবে, ‘ছোট বিরতি’ বিষয়ক পোস্টে অবশ্য চোখের চিকিৎসার বিষয়টি নির্দিষ্ট করে লেখেননি অভিষেক। এরই মধ্যে অভিষেকের হাসপাতালে ভর্তির খবরে দলের অন্দরেই সাড়া পড়ে গিয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! হঠাৎ কী হল, গুঞ্জন চারিদিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল