চিকিৎসার জন্য সংগঠন তথা দল থেকে ‘ছোট বিরতি’ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে সেই কথা জানিয়েছিলেন খোদ অভিষেকই। পাশাপাশিই অভিষেক লিখেছেন, ‘কেন্দ্র-রাজ্য সংঘাতে’ বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছেন বলে পোস্টে উল্লেখ করেছেন অভিষেক।
advertisement
আরও পড়ুন: সাংসদ নির্বাচিত হয়েই চমকে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়! যা করলেন, দেখে শোরগোল হুগলিতে
অভিষেক লিখেছিলেন, ‘‘চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভাল ভাবে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভাল ভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।’’
প্রসঙ্গত, অভিষেকের চোখে সমস্যা রয়েছে। নির্দিষ্ট সময় অন্তর তাঁকে চিকিৎসা করাতে যেতে হয়। তবে, ‘ছোট বিরতি’ বিষয়ক পোস্টে অবশ্য চোখের চিকিৎসার বিষয়টি নির্দিষ্ট করে লেখেননি অভিষেক। এরই মধ্যে অভিষেকের হাসপাতালে ভর্তির খবরে দলের অন্দরেই সাড়া পড়ে গিয়েছে।