গত অক্টোবরেই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। তার পরে চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে পর্ষদ। 'চাইলে চাকরি বাতিল হওয়া ২৬৮ জন শিক্ষক স্কুলে যেতে পারেন', জেলা বিদ্যালয় সংসদকে নির্দেশ পাঠিয়ে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
এর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে নিজেদের চাকরির সমর্থনে ১২৭ জন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করেছেন বলে সূত্রের খবর। এই ১২৭ জনের মধ্যে ২৯ জন তাদের চাকরির সমর্থনে লিখিত যুক্তির হলফনামা দিয়েছেন। সূত্রের খবর, এর মধ্যে ১০ শিক্ষকের ঠিকানা অসম্পূর্ণ। ভারতীয় ডাকের মাধ্যমে ওই ১০ শিক্ষকের বাড়িতে আদালতের মামলার নথি পৌঁছনো যায়নি বলে আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এরই প্রেক্ষিতে বিচারপতি এদিন নির্দেশ দেন, ১০ শিক্ষকের ঠিকানায় পৌঁছতে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের সাহায্য় নিতে হবে। স্থানীয় থানার সঙ্গে সমন্বয় করে ১০ শিক্ষকের ঠিকানায় পৌঁছনোর পরামর্শ দিয়েছেন বিচারপতি। আগামী ২২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।