TRENDING:

'বিজেপি-তৃণমূলের সেট-আপ রাজনীতি', যুব কংগ্রেসের কর্মসূচিতে কটাক্ষ আবদুল মান্নানের

Last Updated:

রাজ্যেও বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। তারই অঙ্গ হিসেবে ২১ ডিসেম্বর কর্মসূচি নেওয়া হয়েছে দলের যুব সংগঠন যুব কংগ্রেসের পক্ষ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আন্দোলনের মাধ্যমেই গা-ঝাড়া দিতে চায় কংগ্রেস। সেই কারণেই দেশজুড়ে বিভিন্ন ইস্যুতে দলের নেতা কর্মী সমর্থকদের রাস্তায় নামার ডাক দিয়েছে নেতৃত্ব। রাহুল গান্ধি নিজে চষে বেড়াচ্ছেন দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। এই রাজ্যেও বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। তারই অঙ্গ হিসেবে ২১ ডিসেম্বর কর্মসূচি নেওয়া হয়েছে দলের যুব সংগঠন যুব কংগ্রেসের পক্ষ থেকে।
আবদুল মান্নান
আবদুল মান্নান
advertisement

এদিন সারের মূল্য বৃদ্ধি ও শিক্ষক নিয়োগের দাবিতে একটি মিছিল করা হয় সংগঠনের তরফে। উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা আবদুল মান্নান। শিক্ষা এবং কৃষি ব্যবস্থার উপর আঘাতের প্রতিবাদে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নামা হয়েছে বলে যুব কংগ্রেসের তরফে জানানো হয়েছে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হয়।

advertisement

আরও পড়ুন: অবশেষে পৌরসভার পানীয় জল পৌঁছল শতাব্দী প্রাচীন মজিলপুরের দত্তবাড়িতে

যুব কংগ্রেসের সভাপতি আজাহার মল্লিকের বলেন, 'আমি নিজে কৃষক পরিবারের সন্তান, আমি নিজেই আক্রান্ত কারণ সারের দাম দ্বিগুন হয়েছে, কীটনাশকের দাম বেড়েছে, বিদ্যুতের বিল লাগাম ছাড়া হয়েছে। কৃষকের দুরাবস্থার সীমা নেই। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের লোভে বাংলার পড়ুয়ারা আক্রান্ত। অযোগ্য শিক্ষকের হাতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। যুব কংগ্রেসের অঙ্গীকার- সমস্ত যোগ্য চাকুরিপ্রার্থীদের পাশে আমরা সবরকম ভাবে থাকব।'t

advertisement

আরও পড়ুন: পুলিশ যখন পাল্টে দিল জীবন, বিমার টাকা পেয়ে আনন্দে ভাসছে মহম্মদ বাজারের মামনি

মিছিলে প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, 'বিজেপি এবং তৃণমূলের নকল যুদ্ধ সারা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। আদালতের চাপে সিবিআই তদন্ত করছে ঠিকই, কিন্তু সেট-আপ এর জন্য কেন্দ্রীয় সরকারের চাপে সিবিআই ‘ধীরে চলো’ নীতি নিয়েছে।' মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি অমিতাভ চক্রবর্তী এবং কাউন্সিলর সন্তোষ পাঠক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

তাঁরা জানিয়েছেন, যুব সংগঠনের তরফে রাজ্যজুড়ে লাগাতার কর্মসূচি করা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যেই সব দলের তরফে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের তরফেও লাগাতার কর্মসূচি নেওয়ার কথা বলছেন নেতৃত্ব। তবে যেভাবে যুব কংগ্রেসের কর্মসূচিতে আবদুল মান্নানকে সামনের সারিতে নিয়ে আসা হলো। তাতে আগামী দিনে তাঁকে সামনে রেখে বিধান ভবন নতুন কোনও পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'বিজেপি-তৃণমূলের সেট-আপ রাজনীতি', যুব কংগ্রেসের কর্মসূচিতে কটাক্ষ আবদুল মান্নানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল