প্রধানমন্ত্রী নিজে যাতে আধার ইস্যুতে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে হস্তক্ষেপ করেন সে ব্যাপারে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
তৃণমূলের বিরুদ্ধে লোকসভা ভোটের আগে ‘আধার কার্ড বাতিল’ নিয়ে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ শুভেন্দু অধিকারির।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার নিষ্ক্রিয়তার খবর আসতে থাকে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনকাটি পঞ্চায়েতের বেশ কয়েকজনের আধার নিষ্ক্রিয় হয়েছে বলে দাবি করা হয়। ওদিকে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের আধার কার্ড বাতিল হয়েছে বলে দাবি করা হচ্ছে। ‘আধার আতঙ্কে’ দিশেহারা সাধারণ মানুষ। এই বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধার নিষ্ক্রিয়তা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য আলাদা পোর্টাল চালুর নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে, আধার কার্ড বাতিল ইস্যুতে কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় একের পর এক নাগরিকদের আধার কার্ড বাতিল হওয়ার ঘটনায় বিভ্রান্তি এবং ভীতি ছড়িয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন শুভেন্দু। অন্যদিকে, আধার কার্ড বাতিল হওয়া সংক্রান্ত কোনও বিষয়ে কোনও জিজ্ঞাসা থাকলে সাধারণ মানুষ যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে জন্য একটি ই-মেল আইডি ও একটি ফোন নম্বর প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (aadharsthakurbari@gmail.com, 9647534453)৷