দেশজুড়ে ক্রমশই করোনা আক্রান্তের ছবির বদল হচ্ছে। পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনা পরিস্থিতির মোকাবিলা করার জন্য দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।১৪ ই এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলবে।পরবর্তী ক্ষেত্রে এই লকডাউন বাড়তে পারে বলেও জল্পনা চলছে। লকডাউন ঘোষণার পরপরই দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন সাধারণ মানুষ। এরই মাঝে লকডাউন এর জেরে বাড়ি ফিরতে পারলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। বিশ্ববিদ্যালয় হোস্টেল গুলিতে সব মিলিয়ে দু হাজারের কাছাকাছি পড়ুয়া থাকে। লকডাউন ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয় তরফে সব ছাত্র ছাত্রীদের হোস্টেল খালি করতে বলা হয়। সব ছাত্রছাত্রী বাড়ি ফিরে গেলেও ফেরা হলো না কাশ্মীরের বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজির ছাত্র হাসিম আহমেদের। গত কয়েক মাস ধরেই কাশ্মীরের পরিস্থিতি ঠিকঠাক ছিল না। তার উপরে এই লকডাউন কার্যত মানসিক অবসাদে ফেলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের এই কাশ্মীরি পড়ুয়াকে।
advertisement
আপাতত বাড়ি ফিরতে না পারায় এই কাশ্মীরি পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হোস্টেলে সাময়িক ভাবে রাখা হয়েছে। একই অবস্থা উত্তরপ্রদেশের গোরক্ষপুর এর বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের ছাত্র অভিজিৎ কুমারের। আপাতত এই লকডাউন এ অনলাইনে পড়াশোনা, গান শুনেই দিন কাটাচ্ছে এই পড়ুয়ারা। তবে অন্যান্য রাজ্যের তুলনায় কলকাতায় এখন তাদের কাছে নিরাপদ বলেই দাবি করছেন।