মিলখা সিংয়ের ছবির জায়গায় ফারহান আখতারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রবিবার৷ ফারহান আখতার টুইট করে বিষয়টি ডেরেক ও ব্রায়েনের নজরে আনেন৷ এরপরই নড়চড়ে বসে রাজ্য সরকার৷ খোঁজ নিয়ে জানা গিয়েছে, Yenmy নামে একটি ভুঁইফোড় পাবলিকেশনের তরফে ছাপা হয়েছে বইটি৷ ফারহান আখতারকে পাল্টা টুইট করে ডেরেক জানান, শিক্ষা মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে৷ ভুল স্বীকার করেছে সংশ্লিষ্ট প্রকাশক সংস্থা।
advertisement
১৯৫৮ সালের কমনওয়েল্থ গেমস-এ সোনাজয়ী মিলখা সিং-এর জীবনের উপর একটি ছবি তৈরি করেছিলেন বলিউড পরিচালক ও অভিনেতা ফারহান আখতার৷ ফারহান নিজেই ওই ছবিতে মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন৷ সেই চরিত্রের ছবিই ছাপা হয় বইটিতে৷
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টিতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য সরকার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2018 4:39 PM IST