TRENDING:

শিক্ষক নিয়োগের পর এবার মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে দায়ের মামলা

Last Updated:

টেটে প্রশ্ন বিভ্রাটের মতো মাধ্যমিকের প্রশ্নফাঁস নিয়েও কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টেটে প্রশ্ন বিভ্রাটের মতো মাধ্যমিকের প্রশ্নফাঁস নিয়েও কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা ৷ এর ফলে মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়েও জটিলতা হতে পারে বলে আশঙ্কিত পরীক্ষার্থীরা ৷
advertisement

গত পয়লা মার্চ, মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষার দিন প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে ৷ কিন্তু পর্ষদ জানায়, পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্ন বাইরে গিয়েছে ৷ পরীক্ষা বাতিলের সম্ভাবনা খারিজ করে দেয় মধ্যশিক্ষা পর্ষদ ৷

এই ঘটনাতেই এদিন কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন কুণাল বাগচি ৷ মামলাকারীর দাবি, ভৌতবিজ্ঞানের প্রশ্নফাঁসের ঘটনার যথাযথ অনুসন্ধান করা হোক ৷ একইসঙ্গে মাধ্যমিকের ফলপ্রকাশ স্থগিত রেখে নতুন করে ভৌতবিজ্ঞান পরীক্ষা নেওয়ার আবেদন করেছেন মামলাকারী ৷

advertisement

দেদার টুকলির অভিযোগ তো আগেই ছিল ৷ তবে পয়লা মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা শুরুর এক ঘণ্টা সময় পেরতে না পেরতেই হোয়াটস অ্যাপে ঘুরে বেড়াতে দেখা গেল এদিনের পরীক্ষার প্রশ্নপত্র ৷

এই খবর প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়ায় ৷ মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি জানানো হলে প্রথমে তারা তা গুজব বলে উড়িয়ে দেন ৷ কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর হল থেকে পরীক্ষার্থীরা বেরনোর পর তাদের প্রশ্নপত্রের সঙ্গে হোয়াটস অ্যাপে পাওয়া প্রশ্ন মেলানো হয় ৷ দেখা যায়, প্রশ্নপত্র দুটি হুবহু এক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরে পর্ষদ চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রশ্ন ফাঁসের কথায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘পর্ষদের কাজের প্রক্রিয়াকে হেয় করতে এমন কাজ করা হয়েছে ৷ তদন্তে প্রমাণিত হলে শাস্তি হবে ৷’ তবে একইসঙ্গে পরীক্ষা বাতিলের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেন পর্ষদ চেয়ারম্যান ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষক নিয়োগের পর এবার মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে দায়ের মামলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল