TRENDING:

সাইকেলে চেপে ২১-এর মঞ্চে মশা! ধর্মতলায় স্পটলাইট ছিনিয়ে নিলেন কে?

Last Updated:

মশাবাহিত ডেঙ্গির প্রকোপ বাড়ছে বর্ষায়। ঘরে ঘরে মানুষ এই রোগের শিকার। তাই মানবিক দিক থেকেই সচেতনতার বার্তা নিয়ে ধর্মতলা চত্বরে ঘুরে বেড়াচ্ছেন তৃণাঙ্কুর। মশার হাত থেকে বাঁচতে নিজেকে মশা সাজিয়ে সাধারন মানুষকে দিচ্ছেন সচেতনতার পাঠ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পশ্চিম মেদিনীপুর থেকে সাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন তিনি। গন্তব্য ধর্মতলা। ২১ জুলাইকেই আদর্শ দিন হিসেবে বেছে নিয়েছেন তৃণমূল সমর্থক তৃণাঙ্কুর পাল। তবে তাঁকে তো আর চেনাই যায় না! মঞ্চের সামনে যখন এসে সাইকেল থেকে নামলেন, সবাই দেখলেন এক মশাকে!
মশা সেজে ডেঙ্গি সচেতনতার প্রচারও করবেন, আবার দলনেত্রীর ভাষণও শুনবেন।
মশা সেজে ডেঙ্গি সচেতনতার প্রচারও করবেন, আবার দলনেত্রীর ভাষণও শুনবেন।
advertisement

এক ঢিলে দুই পাখির পরিকল্পনা ছিল তাঁর। মশা সেজে ডেঙ্গি সচেতনতার প্রচারও করবেন, আবার দলনেত্রীর ভাষণও শুনবেন।

মশাবাহিত ডেঙ্গির প্রকোপ বাড়ছে বর্ষায়। ঘরে ঘরে মানুষ এই রোগের শিকার। তাই মানবিক দিক থেকেই সচেতনতার বার্তা নিয়ে ধর্মতলা চত্বরে ঘুরে বেড়াচ্ছেন তৃণাঙ্কুর। মশার হাত থেকে বাঁচতে নিজেকে মশা সাজিয়ে সাধারন মানুষকে দিচ্ছেন সচেতনতার পাঠ। ‌তিনি বলছেন, “বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ‌ নিয়মিত বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন।” এভাবেই নানা বিষয়ে সাধারন মানুষকে অভিনব উদ্যোগে সচেতন করছেন।‌

advertisement

আজকের দিনটাকেই কেন বেছে নিলেন? প্রশ্নের উত্তরে তৃণাঙ্কুর বললেন,”বর্ষা আসতে না আসতেই আমি আমার এলাকায় প্রচার করি যাতে সাধারণ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত না হন। আর আজ যেহেতু ধর্মতলায় প্রচুর মানুষের সমাগম হবে সেই জন্যই একুশে জুলাই দিনটা বেছে নিলাম কলকাতায় আসার জন্য।”

আরও পড়ুন- ২১ জুলাইয়ের কথা ভেবেই শক্তিগড়ের ৩ কুইন্ট্যাল ল্যাংচা নষ্ট করল প্রশাসন! জেনে নিন কারণ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২১-এর সমাবেশে যোগ দিতে আজ‌ সব পথ মিশেছে ধর্মতলায়।‌ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য সকাল থেকেই এসে পৌঁছেছেন ধর্মতলায়। তাঁদের মধ্যেই অন্যতম তৃণমূল কর্মী তৃনাঙ্কুর পাল। তবে তাঁর উদ্দেশ্য কিছুটা আলাদাও। সেখানেই তিনি কেড়ে নিয়েছেন স্পটলাইট।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সাইকেলে চেপে ২১-এর মঞ্চে মশা! ধর্মতলায় স্পটলাইট ছিনিয়ে নিলেন কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল