TRENDING:

সেনাকর্মীর ছদ্মবেশে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা, গ্রেফতার কালনার যুবক

Last Updated:

সেনাকর্মীর ছদ্মবেশে ভারতীয় সেনাবাহিনীর পূর্বভারতের সদর দফতর ফোর্ট উইলিয়ামে ঢুকতে ফিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল যুবক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সেনাকর্মীর ছদ্মবেশে ভারতীয় সেনাবাহিনীর পূর্বভারতের সদর দফতর ফোর্ট উইলিয়ামে ঢুকতে ফিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল যুবক! 'অনুপ্রবেশ'-এর ঘটনায় অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে খবর, অভিযুক্তের নাম পলাশ বাগ, কালনার বাসিন্দা। সেনা দফতরের সাউথ গেটের সামনে সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ে যায় পলাশ।  যুবকের বিরুদ্ধে ফোর্ট উইলিয়ামে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতারও করা হয়েছে তাঁকে।
advertisement

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পলাশের বয়স ৩৩। পূর্ব বর্ধমানের কালনার অস্টঘোড়িয়ার কৃষ্ণপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম পাঁচু গোপাল বাগ।সে কেন ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা করেছিল, জাল পরিচয়পত্রই বা তার হাতে এল কী ভাবে, সব কিছু নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, সকাল থেকে রেইড, আটক সোদপুরের বাসিন্দা সুব্রত মালাকার

advertisement

জানা গিয়েছে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ওই যুবককে আটকে দেওয়া হয়। পুুলিশ জানিয়েছে, ওই যুবকের কাছে জাল পরিচয়পত্র ছিল। তা দেখেই প্রথমে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। ফোর্ট উইলিয়ামে জোর করে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।

আরও পড়ুন: 'মেসেজটা আমাকে কেউ করেছিল...', চাকরি দিতে বাধার কথা বলতে গিয়ে 'বিস্ফোরক' মমতা

advertisement

কলকাতার ফোর্ট উইলিয়াম ভারতীয় সেনাবাহিনীর পূর্ব ভারতের সদর দফতর। রবিবার সেখানেই সেনা দফতরের সাউথ গেটের সামনে সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে গিয়ে আটক হন পলাশ। সেনা বাহিনীর ইস্টার্ন কম্যাণ্ডের কমান্ডিং অফিসার জে এস কোহলি এই অভিযোগ করেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

SARADINDU GHOSH

বাংলা খবর/ খবর/কলকাতা/
সেনাকর্মীর ছদ্মবেশে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা, গ্রেফতার কালনার যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল