তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পলাশের বয়স ৩৩। পূর্ব বর্ধমানের কালনার অস্টঘোড়িয়ার কৃষ্ণপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম পাঁচু গোপাল বাগ।সে কেন ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা করেছিল, জাল পরিচয়পত্রই বা তার হাতে এল কী ভাবে, সব কিছু নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, সকাল থেকে রেইড, আটক সোদপুরের বাসিন্দা সুব্রত মালাকার
advertisement
জানা গিয়েছে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ওই যুবককে আটকে দেওয়া হয়। পুুলিশ জানিয়েছে, ওই যুবকের কাছে জাল পরিচয়পত্র ছিল। তা দেখেই প্রথমে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। ফোর্ট উইলিয়ামে জোর করে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।
আরও পড়ুন: 'মেসেজটা আমাকে কেউ করেছিল...', চাকরি দিতে বাধার কথা বলতে গিয়ে 'বিস্ফোরক' মমতা
কলকাতার ফোর্ট উইলিয়াম ভারতীয় সেনাবাহিনীর পূর্ব ভারতের সদর দফতর। রবিবার সেখানেই সেনা দফতরের সাউথ গেটের সামনে সেনাবাহিনীর ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে গিয়ে আটক হন পলাশ। সেনা বাহিনীর ইস্টার্ন কম্যাণ্ডের কমান্ডিং অফিসার জে এস কোহলি এই অভিযোগ করেছেন।
SARADINDU GHOSH