TRENDING:

সোমবার থেকে লাগু নয়া বাস ভাড়া, বিজ্ঞপ্তি জারি পরিবহন দফতরের

Last Updated:

সোমবার থেকে লাগু হচ্ছে নয়া বাস ভাড়া। বিজ্ঞপ্তি জারি করল পরিবহন দফতর। সোমাবার থেকে বাসে উঠলেই দিতে হবে ৭টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোমবার থেকে লাগু হচ্ছে নয়া বাস ভাড়া। বিজ্ঞপ্তি জারি করল পরিবহন দফতর। সোমাবার থেকে বাসে উঠলেই দিতে হবে ৭টাকা। ৪ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া ৭টাকা। ৪ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত বাসের ভাড়া হবে ৯ টাকা। ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া ১০ টাকা হচ্ছে। ১৬থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভাড়া হচ্ছে ১১ টাকা। ২০ থেকে ২৪ কিলোমিটার পর্যন্ত বাস ভাড়া হবে ১২ টাকা। ২৪ কিলোমিটারের পর প্রতি ৪ কিলোমিটারে বাড়বে ১ টাকা করে।
advertisement

মিনি বাসের ক্ষেত্রে নূন্যতম বাস ভাড়া হচ্ছে ৮ টাকা। প্রথম তিন কিলোমিটার এই ভাড়াতেই যাওয়া যাবে। ৩ থেকে ৬ কিলোমিটার মিনিবাসের ভাড়া হবে ৯ টাকা। ৬-১০ কিলোমিটারে ১০ টাকা। ১৬ কিমি পর্যন্ত যেতে লাগবে ১১টাকা। ১৬ কিমির পর প্রতি ৩ কিমিতে বাড়বে ১টাকা করে।

advertisement

বাস ভাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্সির ভাড়াও বৃদ্ধি পেয়েছে এখন থেকে ট্য়াক্সিতে উঠলেই ৩০ টাকা করে দিতে হবে ৷ তবে এসি ভলভোর ভাড়া বৃদ্ধির কোনও উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। পেট্রোপণ্য়ের দাম কমার সঙ্গে সঙ্গে বাস ভাড়া হ্রাস হবে বলেই আশ্বাস দিয়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷  আপাতত আগামী সোমবার থেকে নিত্য়যাত্রীদের বাস, ট্য়ক্সির জন্য় গুনতে হবে অতিরিক্ত টাকা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
সোমবার থেকে লাগু নয়া বাস ভাড়া, বিজ্ঞপ্তি জারি পরিবহন দফতরের