TRENDING:

বিধানসভায় তৈরি হচ্ছে অত্যাধুনিক মিউজিয়াম

Last Updated:

বিধানসভায় তৈরি হচ্ছে অত্যাধুনিক মিউজিয়াম। বিধানসভার ফাঁকা জমিতে পাঁচতলা মিউজিয়াম গড়ে তোলার কাজ শুরু হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধানসভায় তৈরি হচ্ছে অত্যাধুনিক মিউজিয়াম। বিধানসভার ফাঁকা জমিতে পাঁচতলা মিউজিয়াম গড়ে তোলার কাজ শুরু হচ্ছে। শীতকালিন অধিবেশন চলাকালীনই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ও পরিষদীয় রাজনীতির ইতিহাসকে ধরে রাখতেই এই উদ্যোগ। মিউজিয়ামের থাকবে অডিটোরিয়াম, অডিও - ভিসুয়াল রুম, ডিজিটাল রেকর্ডস রুম। রাজনীতির ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই মিউজিয়াম।
advertisement

বিধানসভা ভবন। বহু ইতিহাস আর ইতিহাস বদলের সাক্ষী গণতন্ত্রের এই পীঠস্থান। সাক্ষী বহু পট-পরিবর্তনের। বিধানসভার ইতিহাসকে ধরতে রাখতে উদ্যোগী রাজ্য সরকার। বিধানসভা প্রাঙ্গনের মধ্যেই তৈরি হচ্ছে মিউজিয়াম। বিধানসভাকে ঘিরে রাখা বিভিন্ন জিনিস, ঐতিহাসিক নথি স্থান পাবে এখানে। বিধানসভায় ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা, সভার কার্যবিবরণীও থাকবে প্রস্তাবিত মিউজিয়ামে।

দেখে নেওয়া যাক কিভাবে সেজে উঠবে প্রস্তাবিত এই মিউজিয়াম

advertisement

বিধানসভার ইতিহাস

অডিটোরিয়াম

ডিজিটাল রুম

অডিও-ভিসুয়াল রুম

রাজনৈতিক তর্ক, সওয়াল-জবাব। বহু বিতর্ক ও বিখ্যাত আইন। সরকার ও বিরোধীদের তরজা। এসব ঘিরেই রয়েছে ঠাসা রাজনৈতিক ইতিহাস। তাই এবার এক ছাতের আনার উদ্যোগ রাজ্য সরকারের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধানসভায় তৈরি হচ্ছে অত্যাধুনিক মিউজিয়াম