TRENDING:

Kolkata: পুলিশকে দেখেই দৌড়, বেলেঘাটা রোডে কাকভোরে যা ঘটল..., খাস কলকাতায় সাংঘাতিক কাণ্ড!

Last Updated:

Kolkata: আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে বেলেঘাটা থেকে গ্রেফতার পঙ্কজ বিশ্বাস নামে এক ব্যক্তি। আজ সকাল ৭:০৫ নাগাদ বেলেঘাটা রোড থেকে পঙ্কজ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে বেলেঘাটা থেকে গ্রেফতার পঙ্কজ বিশ্বাস নামে এক ব্যক্তি। আজ সকাল ৭:০৫ নাগাদ বেলেঘাটা রোড থেকে পঙ্কজ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ৷ পঙ্কজের বাড়ি পটারি রোডে।
কোমরে আগ্নেয়াস্ত্র, ভোরে বেলেঘাটা রোডে গ্রেফতার এক ব্যক্তি
কোমরে আগ্নেয়াস্ত্র, ভোরে বেলেঘাটা রোডে গ্রেফতার এক ব্যক্তি
advertisement

আজ সকাল ৫.৪০ মিনিট নাগাদ, শিয়ালদহ কোর্ট কমপ্লেক্সের সামনে কর্তব্যরত অবস্থায়, শিয়ালদহ ট্রাফিক গার্ডের হোমগার্ড সুজিত খারা একজনকে বেলেঘাটা মেইন রোডের দিকে এগিয়ে যেতে দেখেন। সুজিত লক্ষ্য করেন যে, লোকটির টি-শার্টের ভেতরে কোমর থেকে কিছু একটা বেরিয়ে আছে। হোমগার্ড সুজিতের সঙ্গে চোখাচোখি হলে, লোকটি সন্দেহজনকভাবে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে পুলিশ সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন-বুড়ো আঙুলের চেয়ে কি পাশের আঙুলটি বেশি লম্বা? কেমন হয় এদের চরিত্র? সৎ না কুচুটে! পায়েই লুকিয়ে আসল রহস্য

পুলিশ সূত্রে খবর লোকটির এই গতিবিধি দেখে , হোমগার্ড সুজিত খারা এবং সিভিক ভলান্টিয়ার রণবীর সিং তাকে আটকান এবং তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। যা মূলত একটি সিঙ্গেল শট শায়ার বন্দুক। পরে তারা সঙ্গে সঙ্গে বিষয়টি ঘটনাস্থলের কাছাকাছি কর্তব্যরত শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট হিরণ্ময় সরকারকে বিষয়টি জানান। পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনানুগ পদক্ষেপের জন্য সার্জেন্ট হিরন্ময় সরকার লোকটিকে এন্টালি থানার কর্তব্যরত অফিসারের কাছে হস্তান্তর করেন।

advertisement

আরও পড়ুন-কয়েকশো গুণ শক্তি বাড়ছে…! এক ইশারায় কাঁপবে ত্রিলোক! সূর্যের গোচরে রাজা হবে ৫ রাশি, লাগবে ‘লটারি’, অগাস্টেই ‘মালামাল’ ব্যবসায়ীরা

৭:০৫ নাগাদ সমস্ত নিয়ামানুসারে এন্টালি থানার পুলিশ লোকটিকে গ্রেফতার করেছে বলে খবর। পুলিশ সূত্রে খবর লোকটির নাম পঙ্কজ বিশ্বাস। ট্যাংরার পটারি রোডের বাসিন্দা। বাবা তোতন বিশ্বাস। কীভাবে তার কাছে এই আগ্নেয়াস্ত্র এল? কেনইবা এই আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়েছিল এই পঙ্কজ তা এখনও জানা যায়নি। এর তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ৷ বাড়িতে জিজ্ঞাাসাবাদ করা হবে বলে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে বেলেঘাটা থেকে গ্রেফতার পঙ্কজ বিশ্বাস নামে এক ব্যক্তি। আজ সকাল ৭:০৫ নাগাদ বেলেঘাটা রোড থেকে পঙ্কজ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ৷ পঙ্কজের বাড়ি পটারি রোডে এমনটাই জানায় পুলিশ মারফত। এবার এই লোকটির বিষয়ে নানান তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছে পুলিশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: পুলিশকে দেখেই দৌড়, বেলেঘাটা রোডে কাকভোরে যা ঘটল..., খাস কলকাতায় সাংঘাতিক কাণ্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল